Ajker Patrika

ভরা বর্ষায়ও সেচ দিয়ে আমন চাষ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৪: ৪২
ভরা বর্ষায়ও সেচ দিয়ে আমন চাষ

ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই। তাই নরসিংদীর মনোহরদী উপজেলায় আমন ধান চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে সেচযন্ত্রে পানি দিয়ে জমিতে রোপা আমন ধান চাষ করছেন উপজেলার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন ধানের মৌসুমে মনোহরদী উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫৬০ হেক্টর জমিতে। ইতিমধ্যে ৮০ ভাগ জমিতে চারা লাগানো শেষ হওয়ার কথা। কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে মৌসুমের শেষেও মাত্র ৭ / ৮ শ হেক্টর জমিতে চারা লাগানো শেষ হয়েছে। ফলে বর্ষাকালেও মনোহরদী উপজেলার বিভিন্ন মাঠে শুষ্ক মৌসুমের মতোই সেচযন্ত্রের ব্যবহার দেখা গেছে।

মনোহরদী পৌরসভার হাররদীয়া গ্রামের মাঠে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিতে দেখা যায় ফজলুর রহমানকে (৬৫)। শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন তিনি। মাঠের কৃষকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এখন তাঁদের জমিতেও সেচ দিতে হচ্ছে তাঁকে। একই গ্রামের অপর এক মাঠের কৃষক হারুন (৫৪)। তিনি জানান, সময় চলে যাচ্ছে, ধানের চারাও নষ্ট হওয়ার পথে। তাই জমিতে সেচ দিয়ে ধান রোপণ করতে শ্যালো মেশিনের মালিকের সঙ্গে কথা বলতে এসেছেন তিনি মাঠে।

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলার বিভিন্ন মাঠে এই মুহূর্তে ১৫০-২০০ সেচযন্ত্র জমিতে সেচকাজে নিয়োজিত আছে। সময়মতো পর্যাপ্ত বৃষ্টির অভাবে এ অবস্থা। তবে আশা করা যায়, ঠিক সময়ের মধ্যেই রোপা আমনের আবাদের কাজ শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত