Ajker Patrika

নির্মাণের অপেক্ষায় বহুল প্রত্যাশিত সেতু

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৩: ৫৭
Thumbnail image

সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নে ভোলাগঞ্জ (আরএইচডি)-দোয়ারাবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি সড়কের ৬৫৪ মিটার চেইনেজে লুনি নদের ওপর (আনফরের ভাঙা) সেতু নির্মাণের এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে আনফরের ভাঙায় সেতু নির্মাণের প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। পাশাপাশি জাতীয় উন্নয়নে সেতুটি বড় ভূমিকা রাখবে বলেও মনে করছে তারা।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণে আরও ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। খুবই জনগুরুত্বপূর্ণ সেতুটি কেবল রুস্তমপুরের জন্যই নয়, বরং এটি বিছনাকান্দি পর্যটন স্থান, পাথর কোয়ারিসহ ভারত-বাংলাদেশ স্থল যোগাযোগ আরও সহজ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পর্যটন স্থান বিছনাকান্দির যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন, কিন্তু ভাঙায় সেতু না থাকায় পর্যটকদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ কারণে প্রায়ই দুর্ভোগে পড়তে হয় এ পথে যাতায়াত করা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের।

এ কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভাঙায় সেতু নির্মাণ। এর মাধ্যমে পর্যটক সমাগম আরও বাড়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান আরও বাড়বে বলে মনে করছে সচেতন মহল।

এদিকে সেতু নির্মাণের উদ্যোগের এই খবরে গতকাল গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ নিজ কার্যালয়ে ‘মিষ্টিমুখ’-এর আয়োজন করেন। এ সময় তিনি এই প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, ‘গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের আনফরের ভাঙায় সেতু নির্মাণের প্রস্তাব একনেকে অনুমোদিত হওয়ায় গোয়াইনঘাটবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত