Ajker Patrika

কুতুবদিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ৫১
কুতুবদিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কক্সবাজারের কুতুবদিয়ায় ছাত্রলীগের উদ্যোগে ‘সারা দেশে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার, উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরকান, কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কাইছার হামিদ প্রমুখ।

এ সময় ছাত্রলীগ নেতা মিল্টন কুমার শীল, ফাহিম, চয়ন শীল, মো. সোহেল, মো. করিম, আবু হানিফ, মো. ছাবিত, মো. ইয়াছিন, বাপ্পি, মারুফ, জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তব্যে ছাত্রলীগ নেতা তুষার বলেন, ‘বিএনপি–জামাত সারা দেশে যে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে, বাংলাদেশ ছাত্রলীগ তা মোকাবিলা করার জন্য মাঠে রয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত