Ajker Patrika

ঢাকায় আজ চার কনসার্ট

ঢাকায় আজ চার কনসার্ট

নগরীর কনসার্টপ্রেমীদের জন্য আজ একটি বিশেষ দিন বলা যায়। কারণ, আজ ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে চারটি কনসার্ট। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাহায্যার্থে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজন করা হয়েছে কনসার্ট ‘স্বাধীন কণ্ঠস্বর’। অংশ নেবে ব্যান্ড আভাস, আর্বোভাইরাস, সাবকনশাস, তুলকালাম, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওমকার, ডোপামিন ও সংগীতশিল্পী এরশাদ জামান। এই কনসার্টের আয়োজক থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট। টিকিটের দাম ২০০ টাকা। কনসার্টের পাশাপাশি সকাল থেকে ভেন্যুতে থাকছে ছাত্র-জনতার আন্দোলনের চিত্র প্রদর্শনী। বেলা ১১টা থেকে ভেন্যুতে প্রবেশ করা যাবে।

বন্যা-পরবর্তী সংকটকাল মোকাবিলা করতে ‘গাই বাংলার গান’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে বাংলার গান পরিষদ ও স্টুডিও সুরুং সাংস্কৃতিক সংগঠন। আজ ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই কনসার্ট। অংশ নেবে দেশের জনপ্রিয় বেশ কয়েকটি ব্যান্ড। জলের গান, সর্বনাম, দ্যুলোক, সমঞ্চ গান ছাড়াও গান শোনাবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ, বাউল শফি মণ্ডল, আরিফ বাউলসহ অনেকে। টিকিটের দাম ৫০ টাকা। গেট খোলা হবে বেলা ১টায়।

মুক্তিযুদ্ধ জাদুঘরে বন্যার্তদের সহায়তায় টিকিট ভাই আয়োজন করেছে কনসার্ট ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’। এতে পারফর্ম করবে ব্যান্ড ইন্দালো, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্স, বে অব বেঙ্গল, আফটারম্যাথ, ওউনড, এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং এবং ড্যাডস ইন দ্য পার্ক। টিকিটের দাম ৫০০ টাকা। কনসার্ট শুরু হবে বেলা ৩টায়।

তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে রয়েছে সংগীতশিল্পী মিফতাহ জামানের একক কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। বিকেল ৫টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে গেট। টিকিটের দাম ১০০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত