Ajker Patrika

রেমিট্যান্সের পালে ঈদের হাওয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেমিট্যান্সের পালে ঈদের হাওয়া 

রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স সংগ্রহে ইতিবাচক হাওয়া লেগেছে। চলতি মার্চের ২৪ দিনে বৈধপথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। প্রতি ডলার সমান ১০৭ টাকা ধরলে এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৯৩ কোটি টাকা। অথচ বিদায়ী ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ডলার বা ১৬ হাজার কোটি টাকা। রেমিট্যান্স সংগ্রহের বর্তমান ধারা অব্যাহত থাকলে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি মাসের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, করোনার পর জনসংখ্যা রপ্তানি বেড়েছে। যার ফল ইতিমধ্যে শুরু হয়েছে।পাশাপাশি রোজা ও ঈদ সামনে রেখে বাড়তি খরচকে কেন্দ্র করে প্রিয়জনদের কাছে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এখন বৈধপথে রেমিট্যান্স এলে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ—এমন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে রেমিট্যান্স বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত