Ajker Patrika

দিঘি দখল নিয়ে হত্যাকাণ্ডে হাজতে ২৮ আসামি

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩: ২৮
দিঘি দখল নিয়ে হত্যাকাণ্ডে হাজতে ২৮ আসামি

নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারি খাস দিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান খুনের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এই খুনের ঘটনায় ২৮ জন আসামিকে জেলহাজতে পাঠানো হলো।

র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সাদিপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দিয়াড়পাড়া গ্রামের মো. জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, মকলেছুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে র‍্যাবের অভিযানে চারজন এবং পুলিশের অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়। আর আদালতে আত্মসমর্পণ করেন ১৭ জন।

লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাস দিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২৯ অক্টোবর ভোরে মকলেছুর রহমান (৫০) খুন হন। এ ঘটনায় তাঁর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ওই দিনই ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত