Ajker Patrika

প্রাণীরা চালাবে গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯: ৩৭
প্রাণীরা চালাবে গাড়ি

ছোট ছোট গাড়ি নিয়ে খেলতে খুব মজা। তাই না, বলো? তবে জানো কি, কোন গাড়ির কাজ কী? চলো, আজ একটি মজার অ্যাপ সম্পর্কে জেনে নিই। অ্যাপটির নাম ‘ইডুকিড: কার গেমস ফর টডলারস’।

এই অ্যাপ জানিয়ে দেবে কোনগুলো স্কুলবাস, কোনগুলো আগুন নেভানোর গাড়ি, কোনগুলো অ্যাম্বুলেন্স ইত্যাদি। আর জানার সঙ্গে মজার মজার রঙিন ছবিও দেখতে পাবে। দেখতে পাবে বিভিন্ন প্রাণী। মজার বিষয় হলো, প্রাণীরাই চালাবে আগুন নেভানোর গাড়ি বা ফায়ার কার, অ্যাম্বুলেন্স কিংবা স্কুলবাস। অবশ্য এই সবকিছু তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে।

এই অ্যাপের প্রাণীরা দমকলকর্মী হিসেবে কাজ করবে। তারা আগুন নেভাবে এবং শিশুদের ট্রাকের সাইরেন, ফায়ার কারের কার্যক্রম সম্পর্কে ধারণা দেবে। ট্যাক্সি ক্যাবের মাধ্যমে প্রাণীরা শেখাবে কীভাবে যাত্রীদের ট্যাক্সিতে তুলতে হয়। পুলিশের গাড়ির মাধ্যমে প্রাণীরা শেখাবে কীভাবে অপরাধীদের ধরে জেলে পুরে রাখতে হয়। এ খেলাটি খেলতে আজই গুগল প্লে স্টোর থেকে ‘ইডুকিড: কার গেমস ফর টডলারস’ অ্যাপটি ডাউনলোড করে নাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...