বর্ষা মৌসুম শেষে কাঙ্ক্ষিত বৃষ্টির অভাবে যখন কৃষি ও জনজীবন বিপর্যস্ত, তখন যেটুকু বৃষ্টি হয়েছে, তাতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে ভোগান্তিতে পড়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একমাত্র মাঠে পানি থাকায় প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও যাতায়াতেও ভোগান্তি বেড়েছে।
গত সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে হাঁস চরছে। বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বারান্দায় খেলাধুলা করছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন বলে, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়ের বারান্দায় অথবা রাস্তায় খেলতে হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন বলে, জলাবদ্ধতার কারণে তাদের অ্যাসেম্বলি হয় না। সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের চলাচলেও সমস্যা হয়।
পদ্মপুকুর গ্রামের আব্দুল খালেক বলেন, মাঠটি তাঁরা ঈদগাহ হিসেবেও ব্যবহার করেন। তা ছাড়া এ গ্রামের কেউ মারা গেলে জানাজা ওই মাঠে হয়। তবে এখন পানি জমে থাকায় তা বন্ধ আছে।
পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি রানী কীর্ত্তনীয়া বলেন, সামান্য বৃষ্টিতে পানি মাঠ থেকে বের হতে না পেরে জলাবদ্ধতা হয়। এ বছর জলাবদ্ধতায় গত জুলাই থেকে অ্যাসেম্বলি বন্ধ রয়েছে।
লিপি রানী কীর্ত্তনীয়া আরও বলেন, জলাবদ্ধতা দূরীকরণে মাঠ ভরাটের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বরাদ্দ চেয়ে
আবেদন করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. রেহানা বানু বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা দূর করার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, খোঁজখবর নিয়ে বিষয়টি সুরাহা করা হবে।
বর্ষা মৌসুম শেষে কাঙ্ক্ষিত বৃষ্টির অভাবে যখন কৃষি ও জনজীবন বিপর্যস্ত, তখন যেটুকু বৃষ্টি হয়েছে, তাতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে ভোগান্তিতে পড়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একমাত্র মাঠে পানি থাকায় প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও যাতায়াতেও ভোগান্তি বেড়েছে।
গত সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে হাঁস চরছে। বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বারান্দায় খেলাধুলা করছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন বলে, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়ের বারান্দায় অথবা রাস্তায় খেলতে হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন বলে, জলাবদ্ধতার কারণে তাদের অ্যাসেম্বলি হয় না। সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের চলাচলেও সমস্যা হয়।
পদ্মপুকুর গ্রামের আব্দুল খালেক বলেন, মাঠটি তাঁরা ঈদগাহ হিসেবেও ব্যবহার করেন। তা ছাড়া এ গ্রামের কেউ মারা গেলে জানাজা ওই মাঠে হয়। তবে এখন পানি জমে থাকায় তা বন্ধ আছে।
পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি রানী কীর্ত্তনীয়া বলেন, সামান্য বৃষ্টিতে পানি মাঠ থেকে বের হতে না পেরে জলাবদ্ধতা হয়। এ বছর জলাবদ্ধতায় গত জুলাই থেকে অ্যাসেম্বলি বন্ধ রয়েছে।
লিপি রানী কীর্ত্তনীয়া আরও বলেন, জলাবদ্ধতা দূরীকরণে মাঠ ভরাটের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বরাদ্দ চেয়ে
আবেদন করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. রেহানা বানু বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা দূর করার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, খোঁজখবর নিয়ে বিষয়টি সুরাহা করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪