Ajker Patrika

টানা পাঁচবার নির্বাচিত হলেন শাজাহান মিয়া

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৩: ৫১
টানা পাঁচবার নির্বাচিত হলেন শাজাহান মিয়া

মির্জাপুরে টানা পঞ্চমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন উপজেলার বহুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া। তিনি ১৯৯১ সালে প্রথম বহুরিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড থেকে প্রথম সদস্য নির্বাচিত হন।

পরেও তিনি ওই ওয়ার্ড থেকে চারবার নির্বাচিত হয়ে হন। সর্বশেষ গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হোন। এ নিয়ে তিনি টানা পাঁচবার ইউপি সদস্য নির্বাচিত হলেন।

বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া জানান, তিনি সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই জনগণ তাঁকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছেন।

এ দিকে বীর মুক্তিযোদ্ধা শাজাহান শাজাহান মিয়াকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত