Ajker Patrika

কলাপাড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫০
কলাপাড়ায় হচ্ছে আন্তর্জাতিক  মানের জাহাজ নির্মাণ কারখানা

পটুয়াখালীর কলাপাড়ায় হতে যাচ্ছে আন্তর্জাতিকমানের জাহাজ নির্মাণ কারখানা। উপজেলার পায়রা বন্দরসংলগ্ন মধুপাড়া ও নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির ওপর নির্মাণ করা হবে দেশের প্রথম টেকসই জাহাজ নির্মাণ ও মেরামতের এই কারখানাটি।

গত বৃহস্পতিবার বিকেলে প্রস্তাবিত প্রকল্প স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

পরিদর্শনকালে সচিব বলেন, ‘এটি নির্মাণ হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। সে সঙ্গে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ২০২৩ থেকে ২০৩৩ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে। ইতিমধ্যে রাবনাবাদ চ্যানেল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। ভারতের কেরালা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নেই। এখানে রিপেয়ারিং ইয়ার্ড নির্মাণ হলে শুধু বাংলাদেশ নয়, ইউরোপসহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেরামত করা যাবে। জমি অধিগ্রহণের পর এ বছর থেকেই কার্যক্রম শুরু হবে।’

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, বিএসইসির পরিচালক বেগম বদরুন নাহার ও পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর এম মামুনুর রশীদ।

উল্লেখ্য, ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়ায় একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়। তখন শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। পরে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে এলে বিএসইসির সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত