Ajker Patrika

রিকশাচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ২১
রিকশাচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকার সাভারে রিকশাচালক সোহেল হোসেন (৩০) হত্যা মামলার প্রধান আসামি মানিক মোল্লাকে আটক করেছে র‍্যাব-৪। গত সোমবার গভীর রাতে তাঁকে দিনাজপুরের বিরামপুর থেকে আটক করা হয়। তাঁকে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করলে সোহেল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মানিক মোল্লার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। নিহত সোহেলের সঙ্গে মানিকের পূর্বপরিচয় ছিল। সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।

গতকাল মঙ্গলবার সকালে র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গত ২০ নভেম্বর সোহেলকে বাসা থেকে ডেকে আনেন মানিক মোল্লা ও তাঁর সহযোগীরা। ওই দিন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডেলটার মোড় সংলগ্ন একটি গ্যারেজের সামনে তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে সোহেলের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

সোহেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সোহেলের বাবা মোকছেদুল সাভার মডেল থানায় মামলা করেন।

রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন মানিক। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, মানিকে সাভার থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৪। মঙ্গলবার তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত