Ajker Patrika

নরসিংদীতে দুজনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
নরসিংদীতে দুজনের করোনা শনাক্ত

নরসিংদীতে ২৪ ঘণ্টায় দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৩৭ জনে। গতকাল সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মোট ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেনে ১৮টি নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি ও আরটিপিসিআর ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সদর ও রায়পুরা উপজেলার বাসিন্দা। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪০ শতাংশ। জেলা থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে দুজন হাসপাতাল আইসোলেশনে ও বাকি সবাই হোম আইসোলেশনে। এ ছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত