সম্পাদকীয়
যখন কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠায় যে মানুষটির কবিতা ছাপা হয়েছে, তাঁর নাম শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ঠিক কৃত্তিবাসের তরুণ কবিদের মতো ছিলেন না। রাতবিরাতে কলকাতা শাসন করার মতো কোনো ইচ্ছাই তাঁর জাগেনি কোনোকালে। কিন্তু তিনি কৃত্তিবাসীদের একজন হয়ে উঠতে পেরেছিলেন এবং কৃত্তিবাসের কবি সম্প্রদায়ের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন।
এ কথা অনেকেই জানেন, শঙ্খ ঘোষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র। পরিচয় ও অন্যান্য পত্র-পত্রিকায় তখন শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে এবং তা দারুণ প্রশংসিত হয়েছে।
সুনীল গঙ্গোপাধ্যায়রা কৃত্তিবাস প্রকাশের আগেই ঠিক করেছিলেন, এই পত্রিকা হবে তরুণদের মুখপত্র। প্রবীণদের জন্য এখানে জায়গা থাকবে শুধু প্রবন্ধের। সুনীলদের অনুরোধেই শঙ্খ ঘোষ তাদের হাতে তুলে দিয়েছিলেন একটি কবিতার খাতা। তাতেই ছিল সেই দীর্ঘ কবিতাটি—দিনগুলি রাতগুলি। এ কবিতাটির জন্য কৃত্তিবাস অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
খুঁতখুঁতে ছিলেন শঙ্খ ঘোষ। বুদ্ধদেব বসুদের ‘কবিতা’ পত্রিকার কবি ছিলেন না। কবিতা ভবনের বিখ্যাত আড্ডায় তাঁকে দেখা যেত না।যখন শান্তিনিকেতনে ছিলেন, তখন কেউ একজন তাঁকে জানালেন, কবিতা পত্রিকায় তাঁর একটি কবিতা ছাপা হয়েছে। শঙ্খ ঘোষ প্রায় ছুটতে ছুটতে বোলপুরের স্টলে গিয়ে একটি কপি সংগ্রহ করলেন। দেখলেন, পত্রিকার সম্পাদক কিছু পরিবর্তন করেছেন কবিতার, কিছু শব্দ বদলে দিয়েছেন। সেই অভিমানে শঙ্খ ঘোষ আর কখনোই বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় কোনো কবিতা পাঠাননি।
শঙ্খ ঘোষের ‘তুমি তো তেমন গৌরী নও’ বইটিতে রয়েছে সাতাশটি কবিতা। সদ্য প্রকাশিত বইটি হাতে পেয়ে তিনি দেখলেন, সূচিপত্রে ‘ভিখারি’ বানানটা ছাপা হয়েছে ‘ভিখারী’। তিনি তখনই ‘রী’ কেটে ‘রি’ করে দিলেন। প্রকাশক সামনে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে কোনো কটু কথা বললেন না। মুখের প্রসন্নতারও কোনো হেরফের হলো না। তারপর সে বইটি উপহার দিলেন অপর্ণা ও অমিত্রসূদনকে। বললেন মৃদু হেসে, ‘জানি না, টর্চার করলাম কি না।’
সূত্র: অমিত্রসূদন ভট্টাচার্য, কৃত্তিবাস, জুন, ২০২১
যখন কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠায় যে মানুষটির কবিতা ছাপা হয়েছে, তাঁর নাম শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ঠিক কৃত্তিবাসের তরুণ কবিদের মতো ছিলেন না। রাতবিরাতে কলকাতা শাসন করার মতো কোনো ইচ্ছাই তাঁর জাগেনি কোনোকালে। কিন্তু তিনি কৃত্তিবাসীদের একজন হয়ে উঠতে পেরেছিলেন এবং কৃত্তিবাসের কবি সম্প্রদায়ের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন।
এ কথা অনেকেই জানেন, শঙ্খ ঘোষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র। পরিচয় ও অন্যান্য পত্র-পত্রিকায় তখন শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে এবং তা দারুণ প্রশংসিত হয়েছে।
সুনীল গঙ্গোপাধ্যায়রা কৃত্তিবাস প্রকাশের আগেই ঠিক করেছিলেন, এই পত্রিকা হবে তরুণদের মুখপত্র। প্রবীণদের জন্য এখানে জায়গা থাকবে শুধু প্রবন্ধের। সুনীলদের অনুরোধেই শঙ্খ ঘোষ তাদের হাতে তুলে দিয়েছিলেন একটি কবিতার খাতা। তাতেই ছিল সেই দীর্ঘ কবিতাটি—দিনগুলি রাতগুলি। এ কবিতাটির জন্য কৃত্তিবাস অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
খুঁতখুঁতে ছিলেন শঙ্খ ঘোষ। বুদ্ধদেব বসুদের ‘কবিতা’ পত্রিকার কবি ছিলেন না। কবিতা ভবনের বিখ্যাত আড্ডায় তাঁকে দেখা যেত না।যখন শান্তিনিকেতনে ছিলেন, তখন কেউ একজন তাঁকে জানালেন, কবিতা পত্রিকায় তাঁর একটি কবিতা ছাপা হয়েছে। শঙ্খ ঘোষ প্রায় ছুটতে ছুটতে বোলপুরের স্টলে গিয়ে একটি কপি সংগ্রহ করলেন। দেখলেন, পত্রিকার সম্পাদক কিছু পরিবর্তন করেছেন কবিতার, কিছু শব্দ বদলে দিয়েছেন। সেই অভিমানে শঙ্খ ঘোষ আর কখনোই বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় কোনো কবিতা পাঠাননি।
শঙ্খ ঘোষের ‘তুমি তো তেমন গৌরী নও’ বইটিতে রয়েছে সাতাশটি কবিতা। সদ্য প্রকাশিত বইটি হাতে পেয়ে তিনি দেখলেন, সূচিপত্রে ‘ভিখারি’ বানানটা ছাপা হয়েছে ‘ভিখারী’। তিনি তখনই ‘রী’ কেটে ‘রি’ করে দিলেন। প্রকাশক সামনে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে কোনো কটু কথা বললেন না। মুখের প্রসন্নতারও কোনো হেরফের হলো না। তারপর সে বইটি উপহার দিলেন অপর্ণা ও অমিত্রসূদনকে। বললেন মৃদু হেসে, ‘জানি না, টর্চার করলাম কি না।’
সূত্র: অমিত্রসূদন ভট্টাচার্য, কৃত্তিবাস, জুন, ২০২১
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫