Ajker Patrika

শঙ্খ ঘোষের ভুবন

সম্পাদকীয়
শঙ্খ ঘোষের ভুবন

যখন কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠায় যে মানুষটির কবিতা ছাপা হয়েছে, তাঁর নাম শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ঠিক কৃত্তিবাসের তরুণ কবিদের মতো ছিলেন না। রাতবিরাতে কলকাতা শাসন করার মতো কোনো ইচ্ছাই তাঁর জাগেনি কোনোকালে। কিন্তু তিনি কৃত্তিবাসীদের একজন হয়ে উঠতে পেরেছিলেন এবং কৃত্তিবাসের কবি সম্প্রদায়ের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন।

এ কথা অনেকেই জানেন, শঙ্খ ঘোষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র। পরিচয় ও অন্যান্য পত্র-পত্রিকায় তখন শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে এবং তা দারুণ প্রশংসিত হয়েছে।

সুনীল গঙ্গোপাধ্যায়রা কৃত্তিবাস প্রকাশের আগেই ঠিক করেছিলেন, এই পত্রিকা হবে তরুণদের মুখপত্র। প্রবীণদের জন্য এখানে জায়গা থাকবে শুধু প্রবন্ধের। সুনীলদের অনুরোধেই শঙ্খ ঘোষ তাদের হাতে তুলে দিয়েছিলেন একটি কবিতার খাতা। তাতেই ছিল সেই দীর্ঘ কবিতাটি—দিনগুলি রাতগুলি। এ কবিতাটির জন্য কৃত্তিবাস অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

খুঁতখুঁতে ছিলেন শঙ্খ ঘোষ। বুদ্ধদেব বসুদের ‘কবিতা’ পত্রিকার কবি ছিলেন না। কবিতা ভবনের বিখ্যাত আড্ডায় তাঁকে দেখা যেত না।যখন শান্তিনিকেতনে ছিলেন, তখন কেউ একজন তাঁকে জানালেন, কবিতা পত্রিকায় তাঁর একটি কবিতা ছাপা হয়েছে। শঙ্খ ঘোষ প্রায় ছুটতে ছুটতে বোলপুরের স্টলে গিয়ে একটি কপি সংগ্রহ করলেন। দেখলেন, পত্রিকার সম্পাদক কিছু পরিবর্তন করেছেন কবিতার, কিছু শব্দ বদলে দিয়েছেন। সেই অভিমানে শঙ্খ ঘোষ আর কখনোই বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় কোনো কবিতা পাঠাননি।

শঙ্খ ঘোষের ‘তুমি তো তেমন গৌরী নও’ বইটিতে রয়েছে সাতাশটি কবিতা। সদ্য প্রকাশিত বইটি হাতে পেয়ে তিনি দেখলেন, সূচিপত্রে ‘ভিখারি’ বানানটা ছাপা হয়েছে ‘ভিখারী’। তিনি তখনই ‘রী’ কেটে ‘রি’ করে দিলেন। প্রকাশক সামনে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে কোনো কটু কথা বললেন না। মুখের প্রসন্নতারও কোনো হেরফের হলো না। তারপর সে বইটি উপহার দিলেন অপর্ণা ও অমিত্রসূদনকে। বললেন মৃদু হেসে, ‘জানি না, টর্চার করলাম কি না।’ 

সূত্র: অমিত্রসূদন ভট্টাচার্য, কৃত্তিবাস, জুন, ২০২১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত