আশরাফুল আলম আপন, বদরগঞ্জ
বদরগঞ্জের ইটভাটাগুলোতে কয়লার সঙ্গে মিশিয়ে পোড়ানো হচ্ছে টায়ারের ক্ষতিকর ছাই। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন আশপাশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে এমন অসাধু উপায় অবলম্বন করছেন ভাটার মালিকেরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বদরগঞ্জে কৃষিজমিতে ইটভাটা রয়েছে ৭১টি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের তথ্য অনুযায়ী ভাটার সংখ্যা ৬৪টি। এর মধ্যে কাগজপত্র আছে ১০ থেকে ১২টির। অন্যগুলো অবৈধ।
উপজেলার মধুপুর, দামোদরপুর ও রামনাথপুর ইউনিয়নে ইটভাটার সংখ্যা বেশি। এই তিন ইউনিয়নে মোট ভাটা রয়েছে ৪৫টি। এর মধ্যে শুধু মধুপুরেই রয়েছে ২৫টি।
সরকারি আইন অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। আবার তা হতে হবে এলজিইডির সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে। কিন্তু এই আইনের মধ্যে উপজেলার একটি ইটভাটাও পড়েনি।
মধুপুরের চেংমারী এলাকায় রংপুর-বদরগঞ্জ পাকা সড়ক ঘেঁষে নতুন নির্মিত বিবিএল ইটভাটায় গত বুধবার গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা জ্বালানি কয়লার সঙ্গে টায়ারের ছাইসহ প্লাস্টিক ও বিভিন্ন পুরোনো পোশাকের টুকরো মেশাচ্ছেন। ইটে কাঙ্ক্ষিত রং আনতে এটি করা হয় বলে শ্রমিকেরা জানান।
একই ইউনিয়নের এলজিইডি সড়ক ঘেঁষে থাকা পিবিএম ইটভাটায় দেখা যায়, সেখানে বস্তায় মজুত করা আছে টায়ারের ছাই। তবে ভাটার দেখভালের দায়িত্বে থাকা মোস্তা হারুন দাবি করেন, এখানে এই ছাই পোড়ানো হয় না। ভাটার কাগজপত্র ঠিক আছে বলে দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
পাশের রাজরামপুর এলাকার এমএমবি এবং এমবিএম নামের দুটি ভাটায়ও ইট পোড়ানোর কোনো অনুমতি দেখাতে পারেননি সংশ্লিষ্ট ম্যানেজারেরা।
ইটভাটায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন বদরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন পাইকাড়। তিনি বলেন, ইটভাটার আইন আছে, প্রয়োগ নেই। এ কারণে উপজেলায় দিন দিন ভাটার সংখ্যা বাড়ছে। আইনের প্রয়োগ না থাকায় ভাটায় টায়ারের ছাই পোড়ানোর সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু মালিক। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন উপজেলার মানুষ।
যোগাযোগ করা হলে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘আমার ইউনিয়নে ২৫টি ইটভাটা রয়েছে। আগের চেয়ারম্যান কিছু ট্রেড লাইসেন্স দিলেও আমি দিইনি। পরিষদ কার্যালয়ের রেজিস্ট্রার ঘেঁটে দেখেছি এমএমবি এবং পিবিএম নামের ইটভাটাসহ বেশ কিছু ভাটার মালিক ট্রেড লাইসেন্স নবায়ন করতে আসেননি। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকলে কেউ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর অনুমতি পাবেন না। তাঁরা কীভাবে ইট পোড়াচ্ছেন এটা প্রশাসনের দেখার বিষয়।’
রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, তাঁর ইউনিয়নে ১৩টি ইটভাটা রয়েছে। প্রায় সবগুলোই অবৈধভাবে চলছে।
এ বিষয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যাঁদের ইটভাটা রয়েছে তাঁরা কেউই পরিবেশ ছাড়পত্র পাননি। আর ছাড়পত্র না পেলে তাঁরা ইট পোড়ানোর অনুমতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাবেন না। তবে তাঁরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে ইট পোড়াচ্ছেন। উপজেলার ১২টি ইটভাটা মালিকের কাগজপত্র ঠিক আছে।
এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী বলেন, ‘টায়ারের ছাই ক্ষতিকর। তাই ভাটা মালিকদের ইট পোড়াতে টায়ারের ছাই ব্যবহারে নিষেধ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। কাগজপত্র না থাকলে ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বদরগঞ্জের ইটভাটাগুলোতে কয়লার সঙ্গে মিশিয়ে পোড়ানো হচ্ছে টায়ারের ক্ষতিকর ছাই। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন আশপাশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে এমন অসাধু উপায় অবলম্বন করছেন ভাটার মালিকেরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বদরগঞ্জে কৃষিজমিতে ইটভাটা রয়েছে ৭১টি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের তথ্য অনুযায়ী ভাটার সংখ্যা ৬৪টি। এর মধ্যে কাগজপত্র আছে ১০ থেকে ১২টির। অন্যগুলো অবৈধ।
উপজেলার মধুপুর, দামোদরপুর ও রামনাথপুর ইউনিয়নে ইটভাটার সংখ্যা বেশি। এই তিন ইউনিয়নে মোট ভাটা রয়েছে ৪৫টি। এর মধ্যে শুধু মধুপুরেই রয়েছে ২৫টি।
সরকারি আইন অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। আবার তা হতে হবে এলজিইডির সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে। কিন্তু এই আইনের মধ্যে উপজেলার একটি ইটভাটাও পড়েনি।
মধুপুরের চেংমারী এলাকায় রংপুর-বদরগঞ্জ পাকা সড়ক ঘেঁষে নতুন নির্মিত বিবিএল ইটভাটায় গত বুধবার গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা জ্বালানি কয়লার সঙ্গে টায়ারের ছাইসহ প্লাস্টিক ও বিভিন্ন পুরোনো পোশাকের টুকরো মেশাচ্ছেন। ইটে কাঙ্ক্ষিত রং আনতে এটি করা হয় বলে শ্রমিকেরা জানান।
একই ইউনিয়নের এলজিইডি সড়ক ঘেঁষে থাকা পিবিএম ইটভাটায় দেখা যায়, সেখানে বস্তায় মজুত করা আছে টায়ারের ছাই। তবে ভাটার দেখভালের দায়িত্বে থাকা মোস্তা হারুন দাবি করেন, এখানে এই ছাই পোড়ানো হয় না। ভাটার কাগজপত্র ঠিক আছে বলে দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
পাশের রাজরামপুর এলাকার এমএমবি এবং এমবিএম নামের দুটি ভাটায়ও ইট পোড়ানোর কোনো অনুমতি দেখাতে পারেননি সংশ্লিষ্ট ম্যানেজারেরা।
ইটভাটায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন বদরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন পাইকাড়। তিনি বলেন, ইটভাটার আইন আছে, প্রয়োগ নেই। এ কারণে উপজেলায় দিন দিন ভাটার সংখ্যা বাড়ছে। আইনের প্রয়োগ না থাকায় ভাটায় টায়ারের ছাই পোড়ানোর সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু মালিক। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন উপজেলার মানুষ।
যোগাযোগ করা হলে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘আমার ইউনিয়নে ২৫টি ইটভাটা রয়েছে। আগের চেয়ারম্যান কিছু ট্রেড লাইসেন্স দিলেও আমি দিইনি। পরিষদ কার্যালয়ের রেজিস্ট্রার ঘেঁটে দেখেছি এমএমবি এবং পিবিএম নামের ইটভাটাসহ বেশ কিছু ভাটার মালিক ট্রেড লাইসেন্স নবায়ন করতে আসেননি। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকলে কেউ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর অনুমতি পাবেন না। তাঁরা কীভাবে ইট পোড়াচ্ছেন এটা প্রশাসনের দেখার বিষয়।’
রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, তাঁর ইউনিয়নে ১৩টি ইটভাটা রয়েছে। প্রায় সবগুলোই অবৈধভাবে চলছে।
এ বিষয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যাঁদের ইটভাটা রয়েছে তাঁরা কেউই পরিবেশ ছাড়পত্র পাননি। আর ছাড়পত্র না পেলে তাঁরা ইট পোড়ানোর অনুমতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাবেন না। তবে তাঁরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে ইট পোড়াচ্ছেন। উপজেলার ১২টি ইটভাটা মালিকের কাগজপত্র ঠিক আছে।
এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী বলেন, ‘টায়ারের ছাই ক্ষতিকর। তাই ভাটা মালিকদের ইট পোড়াতে টায়ারের ছাই ব্যবহারে নিষেধ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। কাগজপত্র না থাকলে ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪