Ajker Patrika

ছিনতাইয়ের জন্য হত্যা করা হয় নূর আলমকে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৪
ছিনতাইয়ের জন্য হত্যা করা হয় নূর আলমকে

সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য প্রথমে অটোরিকশাচালক নূর আলমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পরে ড্রাই মেশিন দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশের চোখ ফাঁকি দিতে লাশ অন্য জায়গায় ফেলা হয়। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান ঘাতকেরা।

গত বৃহস্পতিবার পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নূর আলম হত্যার কথা স্বীকার করে এসব কথা জানান মোমিন সরকার ও নেজাম উদ্দীন ওরফে মিজান।

এর আগে পটিয়া থানা-পুলিশ মোমিন সরকার ও নেজাম উদ্দিনকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে। সন্ধ্যা ৬টার দিকে মোমিন সরকারের জবানবন্দি রেকর্ড শেষ হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান। তারিক রহমান বলেন ‘সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য মোমিন সরকার ও নেজাম উদ্দীন দু-তিন দিন আগে পরিকল্পনা করেন। তাঁরা গাড়িচালক নূর আলমের বিশ্বাস অর্জনের জন্য তাঁর গাড়ি ভাড়া করে বোয়ালখালীতে নিয়ে যান। নূর আলমের সঙ্গে সম্পর্ক করেন।’

এর আগে গত সোমবার গভীর রাতে পটিয়া পৌর এলাকা থেকে মোমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্য অনুযায়ী পুলিশ ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে।

গত মঙ্গলবার দুপুরে মোমিনকে পটিয়ায় সিনিয়র জুডিশিয়াল বিচারক বিশ্বেশ্বর সিংহের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ এক সপ্তাহের রিমান্ড চাইলে বিচারক তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এদিকে গত বুধবার রাতে নেজাম উদ্দিনকে আটক করা। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ার বাসিন্দা।

জানা গেছে, ১১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পটিয়ার কর্তলা এলাকায় রাস্তার পাশে অটোরিকশাচালক নূর আলমের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই দিন রাতে নূর আলমের স্ত্রী মুন্নি আকতার বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। নূর আলম পটিয়ার জিরি ইউনিয়নের ইদির মোল্লাবাড়ির মো. আলীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত