Ajker Patrika

চাঁপাই কৃষক লীগের নেতা হচ্ছেন কারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাই কৃষক লীগের নেতা হচ্ছেন কারা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে কাল সোমবার। এ সম্মেলনের মধ্য দিয়ে কারা সংগঠনটির শীর্ষ পদে আসতে যাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

কৃষক লীগের একাধিক নেতা জানিয়েছেন, আগ্রহীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে এরই মধ্যে তদবির শুরু করেছেন। সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিন নেতা রয়েছেন আলোচনায়।

সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস সামাদ বকুল এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু আগামী কমিটিতেও নেতৃত্বে আসতে চান। এ ছাড়া সভাপতি পদে আলোচনায় আছেন জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন পৌর কৃষক লীগের সভাপতি মো. মেসবাহুল হক টুটুল ও সাবেক ছাত্রনেতা আল কামাল 
ইব্রাহিম রতন।

কাল চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে টাউন ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচন করা হবে।

জেলা কৃষক লীগের সভাপতি বকুল জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহরের পৌর পার্কে সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব বিরাজ করছে। মঞ্চ তৈরির কাজও শেষ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে-গড়া এ সংগঠনটির নেতৃত্বে বিতর্কিত কেউ যেন আসতে না পারেন এ জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হোক, সেটি চাইব। যারা নেতৃত্বে আসবেন তাঁরা সত্যিকার অর্থেই কৃষক ও কৃষির উন্নয়নের ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত