চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে কাল সোমবার। এ সম্মেলনের মধ্য দিয়ে কারা সংগঠনটির শীর্ষ পদে আসতে যাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
কৃষক লীগের একাধিক নেতা জানিয়েছেন, আগ্রহীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে এরই মধ্যে তদবির শুরু করেছেন। সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিন নেতা রয়েছেন আলোচনায়।
সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস সামাদ বকুল এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু আগামী কমিটিতেও নেতৃত্বে আসতে চান। এ ছাড়া সভাপতি পদে আলোচনায় আছেন জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন পৌর কৃষক লীগের সভাপতি মো. মেসবাহুল হক টুটুল ও সাবেক ছাত্রনেতা আল কামাল
ইব্রাহিম রতন।
কাল চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে টাউন ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচন করা হবে।
জেলা কৃষক লীগের সভাপতি বকুল জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহরের পৌর পার্কে সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব বিরাজ করছে। মঞ্চ তৈরির কাজও শেষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে-গড়া এ সংগঠনটির নেতৃত্বে বিতর্কিত কেউ যেন আসতে না পারেন এ জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হোক, সেটি চাইব। যারা নেতৃত্বে আসবেন তাঁরা সত্যিকার অর্থেই কৃষক ও কৃষির উন্নয়নের ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করি।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে কাল সোমবার। এ সম্মেলনের মধ্য দিয়ে কারা সংগঠনটির শীর্ষ পদে আসতে যাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
কৃষক লীগের একাধিক নেতা জানিয়েছেন, আগ্রহীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে এরই মধ্যে তদবির শুরু করেছেন। সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিন নেতা রয়েছেন আলোচনায়।
সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস সামাদ বকুল এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু আগামী কমিটিতেও নেতৃত্বে আসতে চান। এ ছাড়া সভাপতি পদে আলোচনায় আছেন জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন পৌর কৃষক লীগের সভাপতি মো. মেসবাহুল হক টুটুল ও সাবেক ছাত্রনেতা আল কামাল
ইব্রাহিম রতন।
কাল চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে টাউন ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচন করা হবে।
জেলা কৃষক লীগের সভাপতি বকুল জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহরের পৌর পার্কে সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব বিরাজ করছে। মঞ্চ তৈরির কাজও শেষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে-গড়া এ সংগঠনটির নেতৃত্বে বিতর্কিত কেউ যেন আসতে না পারেন এ জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হোক, সেটি চাইব। যারা নেতৃত্বে আসবেন তাঁরা সত্যিকার অর্থেই কৃষক ও কৃষির উন্নয়নের ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪