Ajker Patrika

সিলেটে কাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা

সিলেট প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১১: ২৭
সিলেটে কাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি আদায় না হওয়ায় সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহনশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার পর সিলেট থেকে কোনো গণপরিবহন ছেড়ে যাবে না। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতির ঘোষণা দেয় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

গতকাল ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দ্রুততম সময়ে দাবি না আদায় না হলে পুরো সিলেট বিভাগে কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

আলী আকবর রাজন জানান, পরিবহনশ্রমিকেরা দীর্ঘদিন ধরে চারটি দাবির কথা জানিয়ে আসছেন। জেলা প্রশাসকসহ সব মহলের কাছে দাবিগুলো জানানোর পরও তা মেনে নেওয়া হচ্ছে না। তাই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

যেসব দাবিতে আন্দোলন: সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে, দ্রুত লাইসেন্স প্রদান এবং বন্ধ থাকা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া আবারও চালু করতে হবে, খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান দেওয়ার পাশাপাশি ভুল পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব দাবি নিয়ে পরিবহনশ্রমিকেরা গত ২৬ ফেব্রুয়ারি সিলেটের প্রায় ৭০টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ৫ মার্চ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারে স্মারকলিপিও দেন তাঁরা। এক মাসের মধ্যে দাবি মানার আলটিমেটামও দেন শ্রমিকেরা। সে অনুযায়ী দাবি না মানায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত