Ajker Patrika

তরমুজ চাষে সফল মোস্তফা

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 
তরমুজ চাষে সফল মোস্তফা

কৃষক মোস্তফা মিয়া। নতুন নতুন সবজি ও ফল চাষ তাঁর শখ। চাষাবাদ করে করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তিনি। এ বছর ১৫ একর জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন তিনি। মোস্তফা মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা। ইতিমধ্যে ঢাকার গাজিপুরের তরমুজ ব্যবসায়ী ১০ লাখ ৫৫ হাজার টাকায় তাঁর তরমুজ খেত কিনে নিয়েছেন।

মোস্তফা মিয়ার সংসারে এক সময় অভাব-অনটন লেগে থাকত। কঠোর পরিশ্রমে মোস্তফা মিয়া ইতিমধ্যে সফল একজন কৃষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে স্থানীয়ভাবে সফল সবজি চাষি হিসেবেই সবার কাছে পরিচিত মোস্তফা মিয়া। বালিজুরী এলাকায় গিয়ে দেখা যায়, তরমুজ খেতে পরিচর্যায় ব্যস্ত মোস্তফা মিয়া। মোস্তফা মিয়া আজকের পত্রিকাকে বলেন, এখন শুধু নিজেদের খাবার ধানটা চাষ করি। এ ছাড়া ১২ মাসই বিভিন্ন সবজির চাষ করি। ১৫ একর জায়গা বর্গা নিয়ে ড্রাগন (মেটাল) জাতের তরমুজ চাষ করেছি। সার, কীটনাশক, শ্রমিক খরচসহ সবকিছু মিলিয়ে আমার প্রায় ৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। তরমুজ বিক্রি করেছি প্রায় ১১ লাখ টাকার।

মোস্তফা মিয়া আরও বলেন, কৃষি বিভাগের পরামর্শ সেবায় রোগ-বালাই আক্রমণ করতে পারেনি তরমুজ খেতে। ফলে তরমুজের ফলন ভালো হয়েছে। 
সিরাজুর গ্রামের কৃষক হবি মিয়া বলেন, ‘এ বছর বিশ্বম্ভরপুর, তাহিরপুরে তরমুজের ফলন তেমন ভালো হয়নি। তবে মোস্তফা মিয়ার জমিতে তরমুজের ফলন ভালো হয়েছে। তিনি কীটনাশক ও সার ব্যবহার সম্পর্কে ভালো জানেন। ফলে সব সময়ই তার জমিতে ফলন ভালো হয়।’

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিধু বলেন, মোস্তফা মিয়ার জমিতে তরমুজের ফলন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি ও পরামর্শ দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, বেলে দো-আঁশ মাটি তরমুজ চাষের জন্য বেশি উপযোগী যা বিশ্বম্ভরপুর তাহিরপুরে বিদ্যমান। আর মান ভালো হওয়াই ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এ এলাকার তরমুজের চাহিদা রয়েছে অনেক। তাই তরমুজ চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ থেকে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ কর্মকর্তা আরও বলেন, মোস্তফা মিয়া অত্যন্ত পরিশ্রমী কৃষক। যেকোনো সমস্যায় তিনি আমাদের কাছে আসেন। আমরা তাঁকে সর্বাত্মক সহায়তা দিই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত