Ajker Patrika

গোপালপুরে বোমাসদৃশ বস্তু রেখে চাঁদা দাবি

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ৪২
গোপালপুরে বোমাসদৃশ  বস্তু রেখে চাঁদা দাবি

গোপালপুর পৌরসভার নন্দনপুর বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সঙ্গে দুটি চিঠি। চিঠিতে ভবনমালিকের কাছে লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভবনমালিক রাজ্জাক মিয়া লিটুর কাছে এই চাঁদা দাবি করা হয়।

এমনকি বিষয়টি প্রশাসনকে জানানো হলে পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে ওই চিঠিতে। তবে কে বা কারা এই হুমকি ও চাঁদা দাবি করেছে তা জানা যায়নি।

জানা গেছে, গোপালপুর পৌরসভার নন্দনপুর বাজার এলাকায় ভবন নির্মাণ করছেন আব্দুর রাজ্জাক মিয়া লিটু। ভবনের পাশে একটি টিনের ঘরে রিপন আহম্মেদ, ঝরনা বেগম ও তাঁর মা রেহেনা পারভীন বসবাস করেন। গতকাল বুধবার সকালে রেহেনা পারভীন নির্মাণাধীন বাসার সামনে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। দুটি চিঠি পান। চিঠিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ও চাঁদার বিষয়টি প্রশাসনকে জানালে বোমা দিয়ে বাসা উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে ভবনমালিকের ছেলেকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়, বাড়ির পাশে চালতাগাছের গোড়ায় বুধবার রাত ১২টার আগে টাকা রেখে আসতে হবে। না হলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি বিস্ফোরিত করা হবে।

রেহেনা পারভীনের ভাতিজা আল মাসুদ বলেন, ‘সকালে চাচি রেহেনা পারভীন নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পাই। বিষয়টি পৌর মেয়র রকিবুল হক ছানাকে জানানো হয়। পরে পুলিশ এসে বাড়িটি ঘিরে রাখে। ধারণা করা হচ্ছে, কোনো কিশোর গ্যাং অথবা মাদকাসক্তরা এই কাজ করেছে। এই এলাকায় কিশোর গ্যাংদের উৎপাত ও মাদকসেবী আগের তুলনায় বেড়েছে।’

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বস্তুটি বোম না অন্য কিছু তা প্রথমে জানা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা থেকে বোম ডিসপোসাল টিম এসে কাজ শুরু করে। তবে বস্তুটি বোম নয় বলে প্রমাণিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত