Ajker Patrika

আওয়ামী লীগের ১৭৩ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ সংবাদদাতা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ১০
আওয়ামী লীগের ১৭৩ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ এনে আওয়ামী লীগের ১৭৩ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বিএনপির কর্মী নাসির উদ্দিন। মামলার শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন আদেশের জন্য রেখেছেন।

বিএনপিকর্মী নাসির উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুব জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহম্মেদসহ ১৭৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষ থেকে গতকাল রোববার আদালতে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত