Ajker Patrika

শিশুর ঘরে যেমন আসবাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৪
শিশুর ঘরে যেমন আসবাব

সোনামণির ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলুন। যেন ঘরের ভেতর ঢুকলেই সে শান্তি পায়। বিশেষ করে আসবাবগুলো রাখুন তার মনের মতো।

তার বিছানা যদি হয় বাংক বেড, তাহলেও কিন্তু মন্দ হয় না। আপনার যদি দুটো সন্তান থাকে তাহলে দুজনের জন্য বাংক বেড রাখা যেতেই পারে। এতে ঘরের জায়গা বাঁচবে। দেখতেও ভালো লাগবে। শিশুর ঘরে স্টিল, লোহা, কাচ ও ভারী ধাতব কিছু রাখবেন না। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

শিশুরা ছোটাছুটি, লাফালাফি করতে ভালোবাসে। তাই শিশুর ঘরের ভেতর গাদাগাদি করে আসবাব রাখবেন না। ঘরের ভেতর সে যেন খেলাধুলা করতে পারে সেদিকে খেয়াল রাখুন।

শিশুর ঘরের জন্য কম উচ্চতার আসবাব কিনুন। এতে সে সহজেই খেলনা, বইপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিতে পারবে।

শিশুর খেলনা গুছিয়ে রাখার জন্য র‍্যাক কিংবা ঝুড়ি কিনতে পারেন। কিনতে পারেন ছোট আলমারি।

সন্তানের লেখাপড়ার জন্য এবং ঘরের জায়গা বাঁচানোর জন্য ঘরে ফোল্ডিং টেবিল কিনতে পারেন। পড়াশোনার পর সেটি ভাঁজ করে একপাশে রাখা যাবে। আরএফএল, বেস্ট বাই ইত্যাদিতে শিশুদের উপযোগী ফোল্ডিং টেবিল পাওয়া যায়।

খেলতে গিয়ে শিশুরা যেন ব্যথা না পায়, সে জন্য ঘরের ভেতর কার্পেট বিছাতে পারেন। তাতে ব্যথা পাওয়ার আশঙ্কা কম থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

এলাকার খবর
Loading...