নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আজ ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধারা গোপনে বৈঠক করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর আক্রমণের পরিকল্পনা করা হয়। ১৭ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারটি দলে ভাগ হয়ে নান্দাইল থানা ঘিরে ফেলেন।
কিন্তু পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা আগে থেকেই জেনে যায়। পরে পাকিস্তানি সেনারা সদস্য বাড়িয়ে শক্তি সঞ্চয় করে। ফলে মুক্তিযোদ্ধাদের মিশন সেদিন ব্যর্থ হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সাড়ে ৪ ঘণ্টার সম্মুখ যুদ্ধ হয়। এতে ২৪ জন শহীদ হন। অভিযানে ব্যর্থতার পর স্থানীয় আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়াসহ কয়েকজনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। তাঁদের গুলি করে হত্যা করেন সেনারা। ফলে ওই অভিযানে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭১ সালের ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানি বাহিনীর মনোবল কমতে থাকে। ফলে মুক্তিযোদ্ধারা নতুন করে আক্রমণের পরিকল্পনা করেন। ১০ ডিসেম্বর রাতে নান্দাইলে মুজিববাহিনীর সদস্য ন ম ম ফারুকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানা তিনদিক ঘিরে ফেলেন। আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা আক্রমণ করার ঘোষণা দেন। এতে পাকিস্তান বাহিনীসহ রাজাকার ও আলবদরের একটি দল ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির দিকে পালিয়ে যায়। একই সময় সুবেদার তাহেরের নেতৃত্বে পুলিশ বাহিনীর ১০-১২ জন সদস্য আত্মসমর্পণ করে। ১১ ডিসেম্বর ২টার দিকে নান্দাইলে প্রথম বিজয়সূচক স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
ভোর হতেই জয়বাংলা স্লোগানে মুখরিত হয় নান্দাইল। দিবসটি উপলক্ষে নান্দাইলে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ উপজেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
নান্দাইলের ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইল মুক্ত দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।’
আজ ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধারা গোপনে বৈঠক করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর আক্রমণের পরিকল্পনা করা হয়। ১৭ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারটি দলে ভাগ হয়ে নান্দাইল থানা ঘিরে ফেলেন।
কিন্তু পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা আগে থেকেই জেনে যায়। পরে পাকিস্তানি সেনারা সদস্য বাড়িয়ে শক্তি সঞ্চয় করে। ফলে মুক্তিযোদ্ধাদের মিশন সেদিন ব্যর্থ হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সাড়ে ৪ ঘণ্টার সম্মুখ যুদ্ধ হয়। এতে ২৪ জন শহীদ হন। অভিযানে ব্যর্থতার পর স্থানীয় আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়াসহ কয়েকজনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। তাঁদের গুলি করে হত্যা করেন সেনারা। ফলে ওই অভিযানে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭১ সালের ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানি বাহিনীর মনোবল কমতে থাকে। ফলে মুক্তিযোদ্ধারা নতুন করে আক্রমণের পরিকল্পনা করেন। ১০ ডিসেম্বর রাতে নান্দাইলে মুজিববাহিনীর সদস্য ন ম ম ফারুকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানা তিনদিক ঘিরে ফেলেন। আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা আক্রমণ করার ঘোষণা দেন। এতে পাকিস্তান বাহিনীসহ রাজাকার ও আলবদরের একটি দল ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির দিকে পালিয়ে যায়। একই সময় সুবেদার তাহেরের নেতৃত্বে পুলিশ বাহিনীর ১০-১২ জন সদস্য আত্মসমর্পণ করে। ১১ ডিসেম্বর ২টার দিকে নান্দাইলে প্রথম বিজয়সূচক স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
ভোর হতেই জয়বাংলা স্লোগানে মুখরিত হয় নান্দাইল। দিবসটি উপলক্ষে নান্দাইলে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ উপজেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
নান্দাইলের ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইল মুক্ত দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫