Ajker Patrika

পেটের ভেতর ইয়াবাসহ দুই যুবক আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪১
পেটের ভেতর ইয়াবাসহ দুই যুবক আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ। পরে আটক এক যুবকের পেটের ভেতর থেকে ৮১০ পিচ এবং অপর যুবকের কাছ থেকে ৪৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের হারুন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল (২০) এবং খালেক শেখের ছেলে মো. আলহাজ শেখ (২০)। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সন্দেহভাজন পলাশ ও আলহাজকে আটক করা হয়।

পরবর্তীতে তাঁদের রাজবাড়ী জেলা শহরের একটি ক্লিনিকে এনে এক্সরে করা হয়। তাঁদের মধ্যে পলাশ মণ্ডলের পেটে ক্যাপসুল আকারের বেশ কিছু ক্যাপসুলের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরবর্তীতে তাঁর পেটে থাকা ওই ক্যাপসুলগুলো বের করে তার মধ্য থেকে ৮১০ পিচ ও পৃথকভাবে আলহাজের কাছে থাকা আরও ৪৪০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত