Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর পর প্রাচীর

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ২২
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর পর প্রাচীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দীর্ঘ ১৫ বছর পর সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুদীপ এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দীন, অধ্যাপক আব্দুর রহিম, কলা অনুষদের ডিন অধ্যাপক আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী ও সাধারণ সম্পাদক তুহিন অবন্ত, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির প্রমুখ।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সীমানা প্রাচীর স্থাপন করার কাজ শুরু হচ্ছে। সীমানা প্রাচীর না থাকায় শিক্ষককের রুম থেকে পরীক্ষার খাতা ও নথিপত্র, শিক্ষার্থীদের আবাসিক হল, একাডেমিক ভবন থেকে চেয়ার, টেবিল, নির্মাণাধীন স্থান থেকে রড, সিমেন্ট চুরি হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে সুউচ্চ প্রাচীর নির্মাণ করা হবে।’

সৌমিত্র শেখর বলেন, ‘নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে স্পিড ব্রেকার তৈরির উদ্যোগ নিয়েছি। নজরুলের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসকে স্মার্ট ক্যাম্পাস করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত