নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে হঠাৎ করেই ভাটার টান শুরু হয়েছে। সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সাত হাজার পেরিয়ে যাওয়া সূচক নেমে এসেছে সাড়ে ছয় হাজারের নিচে। অল্প দিনের মধ্যে ৫০০ পয়েন্ট কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে বাজারে কান পাতলে একটা কথাই শোনা যায়, তা হলো ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ পুঁজিবাজারে ধস নেমেছে। তার প্রভাব নাকি পড়েছে দেশে। বিশ্লেষকদের মতে, বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীদের অনেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ এটাকে অজুহাত হিসেবে দেখছেন।
পুঁজিবাজার বিশেষজ্ঞ মো. মহসিন বলেন, ‘পুঁজিবাজার ধসের পেছনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে একটা কারণ বলা যায়। কিন্তু ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই বাজার পড়ছিল। তার মানে বাজার পড়ছিল, এটা ত্বরান্বিত হয়েছে যুদ্ধের জন্য অথবা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
মো. মহসিন আরও বলেন, ‘গত বছরে অক্টোবর থেকে বাজারের টার্নওভার ধীরে ধীরে কমে আসছিল। টার্নওভার কমে যাওয়া মানে বাজার থেকে টাকা বেরিয়ে গেছে। যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হলো তখন কারসাজিকারীরা এটাকে অজুহাত হিসেবে পেয়ে গেল এবং এটাকে কাজে লাগাল।’
গতকালের বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল পুঁজিবাজারে আবারও বড় ধস নেমেছে। লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩৬৪টির। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৫৫ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ডিএসইতে ২০ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৯৭৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৩৬৪টির, অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
তাতে ডিএসইর প্রধান সূচক ১৮২ দশমিক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪০ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৫৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৫৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
পুঁজিবাজারে হঠাৎ করেই ভাটার টান শুরু হয়েছে। সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সাত হাজার পেরিয়ে যাওয়া সূচক নেমে এসেছে সাড়ে ছয় হাজারের নিচে। অল্প দিনের মধ্যে ৫০০ পয়েন্ট কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে বাজারে কান পাতলে একটা কথাই শোনা যায়, তা হলো ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ পুঁজিবাজারে ধস নেমেছে। তার প্রভাব নাকি পড়েছে দেশে। বিশ্লেষকদের মতে, বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীদের অনেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ এটাকে অজুহাত হিসেবে দেখছেন।
পুঁজিবাজার বিশেষজ্ঞ মো. মহসিন বলেন, ‘পুঁজিবাজার ধসের পেছনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে একটা কারণ বলা যায়। কিন্তু ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই বাজার পড়ছিল। তার মানে বাজার পড়ছিল, এটা ত্বরান্বিত হয়েছে যুদ্ধের জন্য অথবা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
মো. মহসিন আরও বলেন, ‘গত বছরে অক্টোবর থেকে বাজারের টার্নওভার ধীরে ধীরে কমে আসছিল। টার্নওভার কমে যাওয়া মানে বাজার থেকে টাকা বেরিয়ে গেছে। যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হলো তখন কারসাজিকারীরা এটাকে অজুহাত হিসেবে পেয়ে গেল এবং এটাকে কাজে লাগাল।’
গতকালের বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল পুঁজিবাজারে আবারও বড় ধস নেমেছে। লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩৬৪টির। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৫৫ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ডিএসইতে ২০ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৯৭৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৩৬৪টির, অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
তাতে ডিএসইর প্রধান সূচক ১৮২ দশমিক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪০ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৫৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৫৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫