Ajker Patrika

সেলিনা হোসেনের গল্পের সিনেমায় শতাব্দী-দীপা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সেলিনা হোসেনের গল্পে নির্মিত ‘বাকিটা ইতিহাস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করলেন শতাব্দী ওয়াদুদ ও দীপা খন্দকার। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন শুভ কুমার শীল ও উম্মে সালমা উষা। এরই মধ্যে রাজধানীর বেইলি রোডে অভিনেত্রী সারা যাকেরের পৈতৃক বাড়িতে এর শুটিং সম্পন্ন হয়েছে।

বাকিটা ইতিহাস সম্পর্কে দীপা খন্দকার বলেন, ‘শ্রদ্ধেয় সেলিনা হোসেনের গল্প সব সময়ই ভিন্ন এক আবেদন সৃষ্টি করে। সেলিনা আপা বাংলা সাহিত্যের গর্ব। তাঁর গল্প নিয়ে কাজ করতে পারা সৌভাগ্যের। গল্পটাই এই সিনেমার প্রাণ। আমি ও শতাব্দী আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রগুলো ফুটিয়ে তুলতে। আমাদের শুটিং ইউনিটটাও ছিল দারুণ। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। দর্শকদের ভালো লাগলেই আমার এই ভালো লাগা শতভাগ পূর্ণতা পাবে।’

শতাব্দী ওয়াদুদ বলেন, ‘সেলিনা আপার গল্প মানেই তো বিশেষ কিছু। তাঁর গল্পে কাজ করতে পারলে শিল্পী হিসেবেও বিশেষ ভালো লাগা কাজ করে। পরিচালককে ধন্যবাদ জানাই, একট ভালো কাজের চেষ্টার জন্য। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে।’

এদিকে, সুদীপ বিশ্বাসের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন দীপা খন্দকার। পাশাপাশি সময় দিচ্ছেন বিজ্ঞাপনচিত্রে। শতাব্দী ওয়াদুদ অভিনীত ‘অসম্ভব’ সিনেমাটি ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে। অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমাটি আগামী মাসে মুক্তি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত