Ajker Patrika

কিশোরীদের নিয়ে উঠান বৈঠক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
কিশোরীদের নিয়ে উঠান বৈঠক

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিটের উপপরিচালক জাকিয়া আখতার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমানসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত