Ajker Patrika

নিজেদের ‘প্রতারিত’ ভাবছেন সাবিনারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেদের ‘প্রতারিত’ ভাবছেন সাবিনারা 

এলোমেলো হয়ে পড়া নারী ফুটবল দলকে কক্ষপথে রাখতে তাড়াহুড়া করে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের তারিখ ঘোষণা করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। নতুন সূচিতে বলা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগ বা উইমেনস সুপার লিগ (ডব্লিউএসএল) শুরু হবে ১০ জুন।

এবারও ডব্লিউএসএল আয়োজনে ব্যর্থ আয়োজক কে-স্পোর্টস। বাফুফে ও কে-স্পোর্টসের টালবাহানায় ক্ষুব্ধ আর হতাশ নারী ফুটবলাররা। শুরুতে ১৫ মে শুরুর কথা ছিল ডব্লিউএসএল। সে সময় ভারতের উইমেনস লিগে খেলতে যাওয়ার প্রস্তাব ছিল বাংলাদেশের একাধিক ফুটবলারের। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহ ও ভালো পারিশ্রমিকের কথা ভেবে ভারতে খেলতে যাননি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, সিরাত জাহান স্বপ্নারা। কিন্তু মাঠ ও ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না হওয়ায় গত ১৫ মে আর শুরু হয়নি ডব্লিউএসএল।

গত সেপ্টেম্বরে সাফ জয়ের পর দীর্ঘ ৯ মাসে মাঠেই নামতে পারেননি নারী ফুটবলাররা। মাঠে খেলা না থাকা ও ফ্র্যাঞ্চাইজি লিগের গালভরা প্রতিশ্রুতিতে হতাশ হয়ে গত ২৬ মে ফুটবল থেকে অবসর নেন সাফজয়ী ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। ২৯ মে জাতীয় দল থেকে পদত্যাগপত্র জমা দেন নারী দলের সফলতম কোচ গোলাম রব্বানী ছোটন। একই সময়ে বাংলাদেশ ছেড়ে চীনে চলে যাওয়ার ঘোষণা দেন ডিফেন্ডার আঁখি খাতুন।

মানসিকভাবে ভঙ্গুর নারী ফুটবলারদের চাঙা করতে তাড়াহুড়া করে গত ২৯ মে ডব্লিউএসএলের নতুন তারিখ ঘোষণা করেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি ঘোষিত সেই ১০ জুন অর্থাৎ আগামীকালও যে ডব্লিউএসএল হচ্ছে না সেটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেছেন, ‘১০ জুন ডব্লিউএসএল হচ্ছে না। আমরা নতুন সময় নিয়ে কাজ করছি। তারিখ ঠিক হলেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

নতুন তারিখ যে কবে সেটা বাফুফেও জানে না। নিদারুণ হতাশ ফুটবলাররা এখন ডব্লিউএসএলে খেলার আশাও করে না বলে আজকের পত্রিকাকে জানালেন সাবিনা খাতুন। জাতীয় নারী দলের অধিনায়ক বলেছেন, ‘দীর্ঘদিন আমাদের জাতীয় দলের খেলা নেই। এটা বড় হতাশার। এর চেয়েও বড় হতাশা কে-স্পোর্টসকে নিয়ে।   আমার ব্যক্তিগত মত যদি চান, এটা খুবই বাজে বিষয় হয়েছে।’

বারবার তারিখ ঘোষণার পরও টুর্নামেন্ট শুরু না হওয়ায় নিজেদের ‘প্রতারিত’ ভাবছেন সাবিনা। তিনি বলছেন, ‘অবশ্যই (প্রতারিত) বোধ করছি। বারবার আশা দিয়ে যখন মাঠে নামানো হয় না, মেয়েরা তখন অবশ্যই খারাপ ধারণা পোষণ করবে। এটা মানসিকভাবেও ভালো নয়। বলবে, এটা খারাপ। হয়তো হলে হবে ভবিষ্যতে, কিন্তু কোনো আশা দেখছি না। মেয়েদের মন এখন খুবই খারাপ।’ জাতীয় দলের আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার বললেন, ‘আমরা এই বিষয়ে কিছুই জানি না। আমাদের চাঙা হতে ছুটি দেওয়া হয়েছে। আমরা ১৩ জুন আবারও ক্যাম্পে ফিরব।’

মাঠ নিয়ে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কিছুতেই কিংস অ্যারেনার ব্যবস্থা করতে পারেননি সালাউদ্দিন ও মাহফুজা আক্তার। চার দল নিয়ে ডব্লিউএসএল হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত মাত্র একটি ফ্র্যাঞ্চাইজিকে রাজি করাতে পেরেছে কে-স্পোর্টস। কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। মেসেজ পাঠানো হলে তাতেও সাড়া দেননি ফাহাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত