Ajker Patrika

৫ প্রার্থীকে জরিমানা, অস্ত্রসহ এক সমর্থক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩০
৫ প্রার্থীকে জরিমানা, অস্ত্রসহ এক সমর্থক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় একটি দেশীয় অস্ত্রসহ ইমাম হোসেন শুভ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার সকালে ইমাম হোসেন শুভকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তিনি সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। একই ইউপির এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে ‍পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আচরণবিধি নিয়ে গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এর মধ্যে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় আচরণবিধি অমান্য করে শোডাউন করায় আনারসের স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেয়ালে পোস্টার লাগানোসহ আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এওজবালিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনকে ৮ হাজার টাকা, সদস্য প্রার্থী বাহারকে ১০ হাজার, নিজাম উদ্দিনকে ৮ হাজার ও স্বপনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার শুভর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রার্থীদের আচরণবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত