Ajker Patrika

গৌরীপুরে ফসলের মাঠ ছেয়ে গেছে হলদে সরিষার ফুলে

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৪৮
গৌরীপুরে ফসলের মাঠ ছেয়ে গেছে হলদে সরিষার ফুলে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে কৃষকের ফসলের মাঠ। পুরো উপজেলার বিভিন্ন মাঠজুড়ে যত দূর চোখ যায়, দেখা যায় হলদে রঙের সরিষা ফুল। বিশাল এ মাঠ দূর থেকে দেখে মনে হয় বিশাল আকৃতির হলুদ চাদর বিছানো।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে উঠেছে সরিষার হলদে মাঠগুলো। পৌষের ভর শীতেও মনে হচ্ছে প্রকৃতিতে বসন্তের ছোঁয়া। ধুলা আর কুয়াশায় ধূসর প্রান্তর। এর মাঝেও দূর থেকে চোখে ভেসে উঠে সরিষার হলুদ। বিস্তীর্ণ মাঠের চারদিকে হলুদের সমাহার। এই হলদিয়া মাঠে মধু সংগ্রহে আসা-যাওয়া করছে প্রজাপতি, মৌমাছি, পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য পাখিরাও।

উপজেলার বিভিন্ন অঞ্চলের সরিষার মাঠ ঘুরে দেখা যায়, নানা রঙের প্রজাপতিতে উড়ছে সরিষার খেতে। রং-বেরঙের প্রজাপতি ডানা ঝাপটানো হৃদয়ে জাগাবে নবতর আনন্দ। কোথাও ঝলক দিয়ে উঠছে কালো ডানায় হলুদ-লালের মিশ্রণ, নীল, সবুজ, লাল-নীলের ডোরাকাটা বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। প্রজাপতিরা এখানে আসে বিশ্রাম নিতে। অনেক দূর উড়ে উড়ে ঘুরে বেড়ানোর পর সরিষার মাদকতা তাদের আকৃষ্ট করে।

সরিষার ঝাঁজালো ঘ্রাণে মুখরিত চারদিক। বেশির ভাগই ফুলে এই সময়ে গন্ধ থাকে না, কেবল সরিষা ফুল ছাড়া। এ ছাড়া সরিষার মাঠে ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন গ্রাম থেকে শহুরে মানুষজন। ভ্রমর মধু খুঁজে ফিরছে এই ফুলে, মৌয়ালরা মৌমাছি চাষ করে এই মধু সংগ্রহ করছেন সরিষার মাঠে। চাষিরা ব্যস্ত সরিষা খেতের পরিচর্যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গৌরীপুরে ১৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে আবাদ হয়েছে ২১২ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার জানান, কোভিড-১৯ এ কৃষকদের পুনর্বাসনের জন্য প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। চাষিরা ভালো ফলন পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত