Ajker Patrika

‘বেঁচে থাকতে যেন বিচার দেখে যেতে পারি’

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪: ০৮
‘বেঁচে থাকতে যেন বিচার দেখে যেতে পারি’

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে শীলপাড়ার দিনের নবজাতক কার্তিক শীলসহ সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার ১৮ বছরপূর্তি আজ ১৮ নভেম্বর। এত দিনেও আলোচিত এই আলোচিত হত্যা মামলার নিষ্পত্তি হয়নি। বেঁচে থাকতে এ মামলার বিচার দেখে যেতে চান মামলার বাদী। গৃহকর্তা তেজেন্দ্র লাল শীলের ছেলে বিমল শীল বলেন, ‘এ মামলার বিচার যেন বেঁচে থাকতে দেখে যেতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।’

যথাসময়ে সাক্ষী হাজির করতে না পারায় আলোচিত মামলাটি বারবার পিছিয়ে যাচ্ছে। এদিকে ৫৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২২ জন চলমান থাকায় তা সম্ভব হবে কিনা প্রশ্ন দেখা দিয়েছে।

২০০৩ সালের ১৮ নভেম্বর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় তেজেন্দ্র লাল শীল, বকুল বালা শীল, অনিল কান্তি শীল, স্মৃতি রানী শীল, সোনিয়া শীল, রুমি শীল, বাবুটি শীল, প্রসাদী শীল, এ্যানী শীল ও চার দিনের শিশু কার্তিক এবং বান্দরবান থেকে বেড়াতে আসা তেজেন্দ্র শীলের ভায়রা দেবেন্দ্র শীলের। এ হত্যাকাণ্ডের পর সারা দেশে তোলপাড় শুরু হলে তৎকালীন বিএনপি সরকার যেকোনো কিছুর মূল্যে এর বিচার হবে, এ প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও বারবার দ্রুত বিচার আইনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিলেও এখন পর্যন্ত মাত্র ২২ জনের সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে। বাকি ৩৫ জন সাক্ষীর মধ্যে ৩ জন সিনিয়র সাংবাদিক রয়েছেন। ৩৯ জন আসামির মধ্যে রাজনৈতিক বিবেচনায় ডোংরার নজরুল ইসলামকে বাদ দেওয়া হয়। বাকি ৩৮ জন আসামির মধ্যে বর্তমানে দুজন কারাগারে রয়েছেন, ১৯ জন পলাতক এবং বাকি ১৭ জন হাজিরা দিয়ে আসছেন বলে নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে। মামলার শুরু থেকে ৩৯ জন আসামি থাকলে ও সেখান থেকে একজনকে রাজনৈতিক বিবেচনায় এবং আটজন তদন্তকালে বাদ পড়লে ও সর্বশেষ তদন্তে আবারও আটজন অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী রয়েছেন।

আলোচিত মামলাটির বাদী নিহত তেজেন্দ্র লাল শীলের ছেলে বিমল শীল। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিমল বলেন, ‘এ দীর্ঘ সময়ে নানা প্রতিকূলতার মাঝে অর্থনৈতিক ও মানসিকসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু মামলার যদি রায় পেতাম, তাহলে মানসিকভাবে শান্তি পেতাম।’ তিনি আরও বলেন, আজ ১৮ নভেম্বর, ১১ হত্যার ১৮ বর্ষপূর্তি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ধর্মীয় কার্যাদিসহ শোকসভার আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

সোয়া লাখের বদলে ৭৫০০ শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, বেশির ভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান

অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ