Ajker Patrika

তোমার নীল ময়ূর

ইয়াসা বিন মোস্তফা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮: ৩৯
তোমার নীল ময়ূর

ময়ূর কী সুন্দর, তাই না? তাদের পেখম তোলা নাচ দেখেছ? আর মাথার মুকুট? কাগজ দিয়ে একবার ময়ূর বানানোর চেষ্টা করবে নাকি? হ্যাঁ, বানানোর পর তা ওয়ালম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবে।

যা যা লাগবে

সবুজ, লাল, হলুদ, নীল রঙের কাগজ, নীল ও সবুজ গ্লিটার কাগজ, গ্লু গান, পেনসিল, কাঁচি, জিআই তার। জেনে রাখা ভালো, এ উপকরণগুলো পাবে স্টেশনারির দোকানে।

চলো বানাই

সবুজ রঙের কাগজটি ভাঁজ করে তা দুই পাশ থেকে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নাও। তারপর জিআই তার লম্বা করে টেনে তার ওপর দুই ভাঁজ করে কেটে নেওয়া কাগজ গ্লু গান দিয়ে লাগিয়ে দাও। এ রকম আরও অনেক তৈরি করে হবে ময়ূরের লেজ। তারপর লেজের মাথায় অন্য দুই রঙের কাগজ কেটে বসাও। একদম ছবির মতো করে। এভাবে একই নিয়মে কিছু ছোট ও কিছু বড় পালক বানাও। তারপর হলুদ ও সবুজ কাগজ দিয়ে একইভাবে ভাঁজ করে একটার সঙ্গে আরেকটা আঠা লাগিয়ে কয়েকটি ঝালর তৈরি করতে হবে। তারপর কাগজের ফুল বানাতে হবে।

জিআই তার গোল করে একটি হলুদ রঙের কাপড় দিয়ে প্যাঁচাতে হবে। তার ওপর সুন্দর করে ঝালর ও ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। একটি গ্লিটার কাগজ পেনসিল দিয়ে ময়ূরের আকৃতি করে কেটে নিতে হবে। একইভাবে তাতে ঠোঁট ও মুকুট বানিয়ে কাগজ কেটে বসাতে হবে। কাগজ দিয়ে পেঁচিয়ে শক্ত লাঠিতে মুড়িয়ে বানিয়ে নাও ময়ূরের পা। সবশেষে ময়ূরের পালকগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলেই হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত