Ajker Patrika

বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

রূপসা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৩
বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

রূপসার টিএসবি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে প্রার্থী হন বড় ভাই ইন্তাজ মোল্লা। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচার চালান তাঁরই আপন ছোট ভাই ইসরাইল মোল্লা। এর জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১১ নভেম্বর টিএসবি ইউপি নির্বাচনে ইন্তাজ মোল্লা সদস্য পদে প্রার্থী হন। নির্বাচনে তিনি বিজয়ীও হন। কিন্তু এ নির্বাচনে ইন্তাজের ছোট ভাই ইসরাইল মোল্লা তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এরপর থেকেই ছোট ভাইয়ের ওপর বড় ভাইয়ের ক্ষোভ।

এরই জেরে ইন্তাজ মোল্লার সঙ্গে গত মঙ্গলবার সন্ধ্যায় ছোট ভাই ইসরাইল মোল্লার কথা-কাটাকাটি হয়। পরে গত বুধবার বিকেলে ইসরাইল মোল্লার বাড়ির উঠানে দুই ভাইয়ের মারামারি হয়। এ সময় ইন্তাজ মোল্লার সঙ্গে থাকা ৩-৪ জন ইসরাইলকে ইট ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মাথা ও মুখে মারতে থাকেন। পরে ইসরাইলের স্ত্রী স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসরাইলকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইসরাইল মোল্লার স্ত্রী বলেন, ‘ইন্তাজ মোল্লা যখন ইউপি নির্বাচন করেছিলেন তখন আমার স্বামী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। তারই জেরে আমার স্বামীকে এভাবে জীবন দিতে হলো। আমি স্বামী হত্যার বিচার চাই।’

তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশাররফ হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত