Ajker Patrika

‘পেশিশক্তি দেখানোর চেষ্টা করলে ব্যবস্থা’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০: ৩৩
‘পেশিশক্তি দেখানোর চেষ্টা করলে ব্যবস্থা’

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী ও তাঁর সমর্থকেরা পেশিশক্তি প্রদর্শন করার চেষ্টা করলে, অবৈধভাবে ব্যালটে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে।

গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার।

রহিমা আক্তার আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র‍্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে ও অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচনে সংশ্লিষ্টদের আহ্বান করেন। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা হয়েছে বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনও শতভাগ নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধ পরিকর।’

মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সোনারগাঁ থানার দুই পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ও মাহফুজুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমানসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত