Ajker Patrika

শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় ধানখেতে অজগরের কামড়ে এক কিশোর আহত হয়েছে। এ সময় জনতা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। গত সোমবার বিকেলে উপজেলার জিলবুনিয়া গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়।

শরণখোলা সহ-ব্যবস্থাপনা সংগঠনের (সিএমসি) সদস্য মর্জিনা বেগম জানান, সোমবার বিকেলে জিলবুনিয়া গ্রামের মাঠে কেটে রাখা আমন ধান নেওয়ার সময় ধানের নিচে একটি বড় অজগর দেখতে পেয়ে কৃষকেরা সেটা ধরে রাখে। খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় জমায়। এ সময় অসতর্কতায় অজগরটি ওমর (১৫) নামে এক কিশোরকে কামড় দেয়। আহত কিশোর জিলবুনিয়া গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে।

শরণখোলা ফরেস্ট অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ওয়াইল্ড টিমের শরণখোলার কো-অর্ডিনেটরের মাধ্যমে অজগরটি উদ্ধার করে রাতেই অফিস সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত