Ajker Patrika

সৌদি আরবে ইন্টার্নশিপের সুযোগ

মুসাররাত আবির
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
সৌদি আরবে ইন্টার্নশিপের সুযোগ

উচ্চশিক্ষার ক্ষেত্রে সৌদি আরব এখন অনেক শিক্ষার্থীর প্রছন্দের তালিকায় রয়েছে। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। রাজধানী রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয়, দাম্মামের কিং ফাহাদ পেট্রল মিনারেল বিশ্ববিদ্যালয়, জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সারির মধ্যে রয়েছে।

১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় সৌদি সরকার সর্বস্তরের বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজে উঁচুমানের ও আধুনিক শিক্ষা গ্রহণের সুবিধার্থে বৃত্তি দিয়ে আসছে।

ভিজিটিং স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রামের (ভিএসআরএস) আওতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৩০ জনকে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বৃত্তিসহ ৩-৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইসলামের শান্তির বাণী বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিদেশি শিক্ষার্থীদের আরবি ভাষা ও সংস্কৃতির সংস্পর্শে নিয়ে আসা, যারা প্রশাসনিক, বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়তা করবে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। সৌদি আরবে প্রথম এ বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ শিক্ষার্থীদের একসঙ্গে শিক্ষা দেওয়ার ধারা প্রচলিত হয়।

শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, পরিবেশ, পরিবেশবিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বৈদ্যুতিক শক্তি, ও জৈবিক ক্ষেত্র বিষয়ে ইন্টার্ন করতে পারবেন।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

  •  অ্যাপ্লাইড ম্যাথমেটিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্স
  • বায়োইঞ্জিনিয়ারিং
  • বায়োসায়েন্স
  • কেমিক্যাল সায়েন্স
  • কম্পিউটার সায়েন্স
  • ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স
  • আর্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • মেরিন সায়েন্স
  • ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
  • স্ট্যাটিসটিকস

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি লাগবে না।
  • প্রতি মাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার ডলার দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।
  • আবাসনের ব্যবস্থা।
  • বিমানে আসা-যাওয়ার খরচ।
  • স্বাস্থ্যবিমা।
  • ভিসা খরচ।
  • সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযাগ।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী অথবা স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।
  • ন্যূনতম সিজিপিএ ৩.৫ থাকতে হবে।
  • ইংরেজি দক্ষতাসনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৮৮ পেতে হবে অথবা আইইএলটিএসে ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • জীবনবৃত্তান্ত (সিভি)।
  • বর্তমান প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট।
  • রিকমেন্ডেশন লেটার।
  • ব্যক্তিগত বিবৃতি (এসওপি)।
  • বৈধ পাসপোর্ট

আবেদনের প্রক্রিয়া

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মূল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

৩১ জানুয়ারি, ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত