Ajker Patrika

স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ০৩
স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের উদ্বোধন

নারী উদ্যোক্তাদের নিয়ে পিরোজপুরে ‘স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠন’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাড়েরহাট রোডে বড়পুল সংলগ্ন একটি অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা যুব উন্নয়নের উপপরিচালক অশোক কুমার সাহা।

এ সময় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক মিলটন চন্দ্র বৈরাগী।

সংগঠনের সভাপতি শাহানাজ আক্তার তুলি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে বিভিন্ন কাজে দক্ষ ৩০ জন নারীকে নিয়ে কাজ শুরু করেছি। আস্তে আস্তে সংগঠনের কাজ বৃদ্ধি করবো। সংগঠনের মাধ্যমে বিভিন্ন কাজ করে পণ্যগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি।’

জেলা যুব উন্নয়নের উপপরিচালক অশোক কুমার সাহা বলেন, ‘আমরা তাদের যুব সংগঠন হিসেবে একটি নিবন্ধন দিয়ে উদ্যোক্তা হিসেবে ঋণ প্রদানের ব্যবস্থা করবো। আবার যুব কল্যাণ ঋণের আবেদন করলে সেখানেও ঋণ সহযোগিতা পাবে তারা।’

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক মিলটন চন্দ্র বৈরাগী বলেন, ‘আমরা বিসিকের পক্ষ থেকে স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনকে ওয়ান স্টপ সার্ভিস প্রকল্পের আওতায় সরকারি একটি নিবন্ধন দিয়েছি। তাদের আমরা উদ্যোক্তা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ দিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত