Ajker Patrika

৩৫ ঊর্ধ্বদের আবেদন বিবেচনার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৫ ঊর্ধ্বদের আবেদন বিবেচনার সুযোগ নেই

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩৫ বছরের বেশি বয়সীদের আবেদন বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে বয়সসীমা নির্ধারণের আগে যাঁরা নিবন্ধন সনদ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হবে না। গতকাল বৃহস্পতিবার এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রথমবার প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। কিন্তু কিছু নিবন্ধন সনদধারী ৩৫ বছরের বেশি বয়সী হওয়া সত্ত্বেও নিয়োগ আবেদনের সুযোগ চেয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন। বর্তমানে বিদ্যমান নীতিমালার আলোকে ৩৫ বছরের বেশি বয়সী নিয়োগপ্রত্যাশীদের আবেদন ও নিয়োগ সুপারিশ বিবেচনার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে তারিখে সরকার বয়সসীমা নির্ধারণ করেছে, তাঁর আগে যাঁরা নিবন্ধন সনদ অর্জন করেছেন, তাঁদের জন্য বয়সসীমা প্রযোজ্য হবে না। ওই তারিখের পর যাঁরা নিবন্ধন সনদ অর্জন করেছেন, তাঁদের জন্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত