Ajker Patrika

বেহাল ৩ কিমি সড়ক

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 
বেহাল ৩ কিমি সড়ক

কুমিল্লার মেঘনা উপজেলার টিঅ্যান্ডটি মোড় থেকে সেননগর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক বেহাল। দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে জানা গেছে, প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে। বেহাল সড়কের কারণে দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের। এ নিয়ে বিভিন্ন যানবাহনের চালকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দক্ষিণকান্দি গ্রামের বাসিন্দা ফুলমতি বলেন, ‘এ রাস্তায় গাড়ি দিয়া না যাইয়া আইট্টা যাওন ভালা।’

অটোরিকশার যাত্রী রাশিদা আজকের পত্রিকাকে বলেন, কোনো রোগীকে এ সড়ক দিয়ে চলাচল করা কোনোভাবেই সম্ভব না। দড়িকান্দি গ্রামের বাসিন্দা দিলীপ সাহা বলেন, ‘এইডা সড়ক না মরণফাঁদ! সুস্থ মানুষ যাতায়াত করা দায়। আর অসুস্থ রোগী এই সড়কে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব না, আরও অসুস্থ হয়ে যাবেন।’

স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘একাধিকবার এই সড়কটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছি। গত সমন্বয় সভায়ও করেছি। আশা করি, শিগগির সড়কটি মেরামত করা হবে।’

এ বিষয়ে উপজেলা দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অহিদুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত প্রকল্পের আওতায় গত বছরের ৪ সেপ্টেম্বর প্রাক্কলন করে নির্বাহী প্রকৌশলীকে দেওয়া আছে। আশা করি, শিগগির কাজের প্রক্রিয়া শুরু করা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত