Ajker Patrika

জেলে পুনর্বাসন: শ্বশুর-জামাতার ঘরে মিলল ৭২০ কেজি চাল

ভোলা প্রতিনিধি
জেলে পুনর্বাসন: শ্বশুর-জামাতার ঘরে মিলল ৭২০ কেজি চাল

ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামের একটি বসতঘর থেকে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে রবিউল ও তাঁর জামাতা শহিদের বসতঘরে এসব চাল রাখা ছিল।

তজুমদ্দিন থানা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথের নেতৃত্বে তজুমদ্দিন থানা-পুলিশ অভিযান চালায়। এতে সরকারি সিলমোহর দেওয়া ২৪ বস্তা (৭২০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ সময় ওই ঘরের বাসিন্দা নারী-পুরুষ সবাই পালিয়ে যান। পরে উদ্ধার করা চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে থানায় নিয়ে আসা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রতিবছর জেলে পুনর্বাসনের চাল বিতরণকালে ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারণে ইউনিয়নের একটি সিন্ডিকেট জেলেদের নামে বরাদ্দ চাল পরিমাণে কম দেয়। পরে ভাগবাঁটোয়ারা করে নিয়ে যায় তারা। এ জন্য ট্যাগ অফিসারকে দায়ী করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ বলেন, ‘আমার ইউনিয়নে নিবন্ধন করা জেলের সংখ্যা ৭ হাজার ৩১০। আমি বরাদ্দ পেয়েছি ৪ হাজার ১৫৯ জনের। কার্ড দেখে প্রকৃত জেলেদের চাল দিচ্ছি। এখান থেকে চাল নিয়ে যাওয়ার পর কে কী করল, সেটা আমি জানি না।’

জেলে শহীদ ও রবিউল কার্ড অনুযায়ী ১৬০ কেজি চাল পাওয়ার কথা; কিন্তু ৭২০ কেজি চাল কীভাবে পেল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি অবগত নই।’

তজুমুদ্দিন উপজেলার ইউএনও শুভ দেবনাথ জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত