লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে পৌরসভার মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। রামগঞ্জ পৌর মেয়র মো. আবুল খায়েরের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চলছে। গত রোববার জমির মালিকানা দাবিদার মহসিন হোসেন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান। তবে পৌর মেয়র বলছেন, সরকারি খাসজমিতে পৌরসভার জন্য এলজিইডির পক্ষ থেকে মার্কেট নির্মাণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মহসিন হোসেন অভিযোগ করে বলেন, রামগঞ্জ উপজেলার ৬৫ নম্বর আঙ্গারপাড়া মৌজার ১৭০ নম্বর খতিয়ানের ৭০৫ নম্বর দাগে ৪১ শতাংশ জমি ক্রয়সূত্রে তাঁরা সাতজন মালিক। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জমিটি কেনা হয়। যার দলিল নম্বর ৩১০। ওই জমিটি এমআরআর জরিপে সরকারের নামে রেকর্ড হলে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। মামলা নম্বর দেঃ ১৭ / ১৯৯৭। এতে তাঁদের মালিকানার পক্ষে দোতরফা সূত্রে আদালত রায় ও ডিক্রি জারি করেন। এর বিরুদ্ধে তৎকালীন জেলা প্রশাসক আপিল করলে আদালত পুনর্বিবেচনার জন্য ২০১১ সালে নিম্ন আদালতে পাঠান। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে সিভিল ডিভিশন দায়ের করলে আদালত আপিলের রায় ডিক্রি স্থগিত করেন।
মহসিন আরও বলেন, বিবাদীরা জমি থেকে দখলচ্যুত করার চেষ্টা করলে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থিতাবস্থার আদেশ দেন। ২০২১ সালের ৫ ডিসেম্বর উচ্চ আদালতে শুনানি শেষে নিষ্পত্তির লক্ষ্যে পুনর্বিবেচনার জন্য লক্ষ্মীপুর আদালতে পাঠান। এ ছাড়া ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনকে বলা হয়।
কিন্তু গত ডিসেম্বর থেকে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের ওই জমিতে পৌরসভার জন্য মার্কেট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারাধীন মামলার ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ অমান্য করে পৌর মেয়র কাজ চালিয়ে যাচ্ছেন। বাধা দেওয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে কাজ করায় সর্বশেষ গত ২৭ মার্চ তাঁদের আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আদালত অবমাননার নোটিশ দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ৷ এ অবস্থায় আদালতের আদেশ মেনে এ জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।
এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের বলেন, ‘সরকারি খাস জমিতে এলজিইডির টেন্ডারে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়ে আমি অবগত নই।’
লক্ষ্মীপুরের রামগঞ্জে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে পৌরসভার মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। রামগঞ্জ পৌর মেয়র মো. আবুল খায়েরের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চলছে। গত রোববার জমির মালিকানা দাবিদার মহসিন হোসেন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান। তবে পৌর মেয়র বলছেন, সরকারি খাসজমিতে পৌরসভার জন্য এলজিইডির পক্ষ থেকে মার্কেট নির্মাণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মহসিন হোসেন অভিযোগ করে বলেন, রামগঞ্জ উপজেলার ৬৫ নম্বর আঙ্গারপাড়া মৌজার ১৭০ নম্বর খতিয়ানের ৭০৫ নম্বর দাগে ৪১ শতাংশ জমি ক্রয়সূত্রে তাঁরা সাতজন মালিক। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জমিটি কেনা হয়। যার দলিল নম্বর ৩১০। ওই জমিটি এমআরআর জরিপে সরকারের নামে রেকর্ড হলে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। মামলা নম্বর দেঃ ১৭ / ১৯৯৭। এতে তাঁদের মালিকানার পক্ষে দোতরফা সূত্রে আদালত রায় ও ডিক্রি জারি করেন। এর বিরুদ্ধে তৎকালীন জেলা প্রশাসক আপিল করলে আদালত পুনর্বিবেচনার জন্য ২০১১ সালে নিম্ন আদালতে পাঠান। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে সিভিল ডিভিশন দায়ের করলে আদালত আপিলের রায় ডিক্রি স্থগিত করেন।
মহসিন আরও বলেন, বিবাদীরা জমি থেকে দখলচ্যুত করার চেষ্টা করলে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থিতাবস্থার আদেশ দেন। ২০২১ সালের ৫ ডিসেম্বর উচ্চ আদালতে শুনানি শেষে নিষ্পত্তির লক্ষ্যে পুনর্বিবেচনার জন্য লক্ষ্মীপুর আদালতে পাঠান। এ ছাড়া ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনকে বলা হয়।
কিন্তু গত ডিসেম্বর থেকে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের ওই জমিতে পৌরসভার জন্য মার্কেট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারাধীন মামলার ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ অমান্য করে পৌর মেয়র কাজ চালিয়ে যাচ্ছেন। বাধা দেওয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে কাজ করায় সর্বশেষ গত ২৭ মার্চ তাঁদের আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আদালত অবমাননার নোটিশ দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ৷ এ অবস্থায় আদালতের আদেশ মেনে এ জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।
এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের বলেন, ‘সরকারি খাস জমিতে এলজিইডির টেন্ডারে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়ে আমি অবগত নই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫