Ajker Patrika

সম্প্রীতি নষ্ট করলে কঠোর ব্যবস্থা

যশোর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ৩১
সম্প্রীতি নষ্ট করলে কঠোর ব্যবস্থা

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘যারা সম্প্রীতি নষ্ট করবে, ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদের চিহ্নিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। এরা আপনার-আমার পাশেই ঘাপটি মেরে আছে। ঐক্যবদ্ধভাবেই তাদের প্রতিহত করতে হবে।’

গতকাল মঙ্গলবার সকালে যশোরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্ম সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। উৎসব যারই হোক আনন্দ আমরা ভাগাভাগি করে চলি। আমাদের এ সম্প্রীতি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। তারা বিভিন্ন বাহানায় সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ, নির্যাতন করছে। এটি কারও কাম্য নয়।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধী চক্র মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা জঙ্গী ও মৌলবাদীদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এখন সময় এসেছে এই চক্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার।’

বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গী ও মৌলবাদীদের কোনো স্থান নেই। সরকার এ ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। প্রশাসনও কাজ করছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারাও মাঠে আছে। দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক, আমরা তা হতে দেব না।’

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় আরও বক্তব্য দেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি পলাশ, সাবেক সাংসদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অসীম কুণ্ড, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত