Ajker Patrika

৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

রয়টার্স, লন্ডন
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ০৩
৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ৫০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারে টেসলার শেয়ার বিক্রি নিয়ে ভোট দেওয়ার পর ইতিবাচক ফল আসায় এই শেয়ার বিক্রি করলেন তিনি।

গত বুধবার শেয়ার বিক্রির পক্ষে ভোট আসার দুই দিনের মধ্যে কোম্পানির শেয়ার প্রায় ১৬ ভাগ কমে যায়।

মার্কিন স্টক মার্কেট নিয়ন্ত্রকের তথ্য অনুসারে, ইলন মাস্কের নিজস্ব ট্রাস্ট থেকে ৩৬ লাখ টেসলা শেয়ার বিক্রি করা হয়েছে, যার বাজার মূল্য ৪০০ কোটি ডলার। মাস্ক নিজে বিক্রি করেছেন ৯ লাখ ৩৪ হাজার শেয়ার যার বাজারমূল্য প্রায় ১১০ কোটি ডলার।

গত শনিবার শেয়ার বিক্রির বিষয়ে মতামত দেওয়ার জন্য টুইটারে একটি ভোটের আহ্বান করেন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত