চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
দ্বিখণ্ডিত হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন। ইতিমধ্যে এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে উপজেলার দক্ষিণাঞ্চলের আলকরা, গুণবতী, চিওড়া, কনকাপৈত ইউনিয়ন ও উত্তরাঞ্চলের কাশিনগর, শ্রীপুর, শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়ন ভাগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা ভাগ করে দুটি উপজেলা করার লক্ষ্যেই এসব ইউনিয়ন দ্বিখণ্ডিত করা হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা। যার আয়তন ২৭০ দশমিক ৪৯ বর্গকিলোমিটার। গ্রাম রয়েছে ৪২৯টি। জনসংখ্যা পাঁচ লাখেরও বেশি। এদিকে যেকোনো মুহূর্তে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা কার্যকর হতে পারে। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলাকে দুই ভাগ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আধা সরকারিপত্র (ডিও লেটার) দেন।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসক চৌদ্দগ্রামের বড় আটটি ইউনিয়নকে দুই ভাগ করে ১৬টি ইউনিয়নে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চেয়ে চৌদ্দগ্রামের ইউএনওকে নির্দেশ দেন। এর ভিত্তিতে ইউএনও তানভীর হোসেন গত বুধবার উপজেলার দক্ষিণাঞ্চলের আলকরা, গুণবতী, চিওড়া, কনকাপৈত ইউনিয়ন ও উত্তরাঞ্চলের কাশিনগর, শ্রীপুর, শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দেন।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, তাঁর ইউনিয়নটি অনেক বড়। বিশাল এই ইউনিয়নের কার্যালয়টির অবস্থান কাশিনগর বাজারে। দূরদূরান্ত থেকে সেবাগ্রহীতাদের আসতে অনেক কষ্ট হয়। এই ইউনিয়নকে দুই ভাগ করলে জনগণ ইউনিয়ন পরিষদের সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলাকে দুই ভাগে বিভক্তি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন। মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে উপজেলার বড় আটটি ইউনিয়নকে ভাগ করে ১৬টি ইউনিয়নে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। তাঁদের দেখতে হবে—এসব ইউনিয়নকে ভাগ করলে আনুপাতিক হারে জনসংখ্যা কত হয়, প্রয়োজনীয় অবকাঠামো এবং সরকারের আয়ের পরিসীমা কত হতে পারে। এসব বিষয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাঁরা মন্ত্রণালয়ে পাঠাবেন। এরপরই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে চৌদ্দগ্রাম উপজেলা দ্বিখণ্ডিত হবে কি-না?
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান বলেন, শুনেছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক উপজেলাটি দুই ভাগে বিভক্ত করার জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে উপজেলার আটটি বড় ইউনিয়ন বিভক্তি করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুরে একটি নতুন উপজেলা ভবন ও থানা হবে এবং কাশিনগরকে পৌরসভায় রূপান্তরিত করা হবে।
দ্বিখণ্ডিত হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন। ইতিমধ্যে এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে উপজেলার দক্ষিণাঞ্চলের আলকরা, গুণবতী, চিওড়া, কনকাপৈত ইউনিয়ন ও উত্তরাঞ্চলের কাশিনগর, শ্রীপুর, শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়ন ভাগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা ভাগ করে দুটি উপজেলা করার লক্ষ্যেই এসব ইউনিয়ন দ্বিখণ্ডিত করা হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা। যার আয়তন ২৭০ দশমিক ৪৯ বর্গকিলোমিটার। গ্রাম রয়েছে ৪২৯টি। জনসংখ্যা পাঁচ লাখেরও বেশি। এদিকে যেকোনো মুহূর্তে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা কার্যকর হতে পারে। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলাকে দুই ভাগ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আধা সরকারিপত্র (ডিও লেটার) দেন।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসক চৌদ্দগ্রামের বড় আটটি ইউনিয়নকে দুই ভাগ করে ১৬টি ইউনিয়নে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চেয়ে চৌদ্দগ্রামের ইউএনওকে নির্দেশ দেন। এর ভিত্তিতে ইউএনও তানভীর হোসেন গত বুধবার উপজেলার দক্ষিণাঞ্চলের আলকরা, গুণবতী, চিওড়া, কনকাপৈত ইউনিয়ন ও উত্তরাঞ্চলের কাশিনগর, শ্রীপুর, শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দেন।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, তাঁর ইউনিয়নটি অনেক বড়। বিশাল এই ইউনিয়নের কার্যালয়টির অবস্থান কাশিনগর বাজারে। দূরদূরান্ত থেকে সেবাগ্রহীতাদের আসতে অনেক কষ্ট হয়। এই ইউনিয়নকে দুই ভাগ করলে জনগণ ইউনিয়ন পরিষদের সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলাকে দুই ভাগে বিভক্তি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন। মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে উপজেলার বড় আটটি ইউনিয়নকে ভাগ করে ১৬টি ইউনিয়নে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। তাঁদের দেখতে হবে—এসব ইউনিয়নকে ভাগ করলে আনুপাতিক হারে জনসংখ্যা কত হয়, প্রয়োজনীয় অবকাঠামো এবং সরকারের আয়ের পরিসীমা কত হতে পারে। এসব বিষয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাঁরা মন্ত্রণালয়ে পাঠাবেন। এরপরই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে চৌদ্দগ্রাম উপজেলা দ্বিখণ্ডিত হবে কি-না?
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান বলেন, শুনেছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক উপজেলাটি দুই ভাগে বিভক্ত করার জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে উপজেলার আটটি বড় ইউনিয়ন বিভক্তি করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুরে একটি নতুন উপজেলা ভবন ও থানা হবে এবং কাশিনগরকে পৌরসভায় রূপান্তরিত করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪