Ajker Patrika

‘স্বপ্নরমণীগণ’ মঞ্চস্থ

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৯
‘স্বপ্নরমণীগণ’ মঞ্চস্থ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যাচার্য সেলিম আল দীনের রচিত নাটক ‘স্বপ্নরমণীগণ’ মঞ্চায়িত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্টুডিও হলে এই আয়োজন করা হয়।

নাটকটির নির্দেশনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা নাজ স্বর্নপ্রভা। সার্বিক সহযোগিতায় ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির।

নাটকটির নির্দেশক ফারজানা নাজ স্বর্ণপ্রভা বলেন, ‘অভিনয় প্রস্তুতি কোর্সের অংশ হিসেবে আমরা বেছে নিয়েছি নাট্যাচার্য সেলিম আল দীন রচিত স্বপ্নরমণীগণ। প্র্যাকটিক্যালভাবে শিক্ষার্থীদের অভিনয় শেখাতে এই ধরনের আয়োজন। স্বপ্নরমণীগন পাঠ অভিনয়টি পরীক্ষা প্রযোজনা হিসেবে উপস্থাপনের জন্য প্রস্তুতকালে মূলত রচয়িতার ভাবনাকে ধারণ করবার চেষ্টা করেছি।’

ফারজানা নাজ আরও বলেন, ‘স্বপ্নরমণীগণ পাঠকালে আমি ভীষণ বিস্ময়ে লক্ষ্য করি, বর্তমান সময়েও একই বাস্তবতা বিদ্যমান। আর তাই রচয়িতার অনুভবে সমান্তরাল অনুভূতি টের পাই। আর এ জন্যই পাঠ অভিনয়ের জন্য নির্বাচন করি স্বপ্নরমণীগণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত