মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরের বিল কপালিয়ার একটি ঘের দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে কয়েকজনকে মারধর ও বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে ঘেরের মালিকেরা মরা মাছ ভেসে থাকতে দেখেন।
পবিত্র বিশ্বাস নামের প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শুধু মাছ নিধন নয়, ঘেরের পাড় কেটে দেওয়া ও সমবায় সমিতির কয়েকজন সদস্যকে মারধরও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের প্রতিকার চেয়ে সমবায়ের সদস্যরা থানায় অভিযোগ করেছেন শুনে ঘেরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পবিত্রর বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পবিত্র বিশ্বাস।
জানা গেছে, নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের পবিত্র বিশ্বাস ২০১৬ সালে ভবদহের বিল কপালিয়ায় বিভিন্ন কৃষকের কাছ থেকে ১২০ বিঘা জমি ইজারা নিয়ে তিন বছরের জন্য ঘের তৈরি করে মাছ চাষ করে আসছিলেন।
তিন বছরের চুক্তি থাকলেও পবিত্র বিশ্বাস প্রভাব বিস্তার করে জোরপূর্বক আরও প্রায় তিন বছর মাছ চাষ করেন।
জানা গেছে, ইজারার টাকা যথাসময়ে পরিশোধ না করায় কৃষকেরা পবিত্র বিশ্বাসের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে গত পয়লা বৈশাখ বিল কপালিয়ার ১১৫ জন কৃষক তাঁদের জমি সমবায়ভিত্তিক মাছ চাষ শুরু করেন। ইতিমধ্যে ওই ঘেরে প্রায় দুই লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন কৃষকেরা।
পাঁচাকড়ি নমশুদ্রপাড়া ফসল ও মৎস্য চাষ সমবায় সমিতির সভাপতি মশিয়াহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মণ্ডল বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে মৎস্যখামারের বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছিল। কিন্তু এ সময় পবিত্র বিশ্বাস ও তাঁর লোকজন এসে শ্রমিকদের মারধর করে বেড়িবাঁধের তিন স্থান কেটে দিয়ে দখলের চেষ্টা চালান।
এ সময় সমিতির সদস্যসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তাঁরা চলে যান। এ ঘটনায় সমবায় সমিতির পক্ষ থেকে পবিত্র বিশ্বাস, চিত্ত বিশ্বাস, সুভাষ, পরিতোষসহ বেশ কয়েকজনের নাম উল্লেখসহ থানায় লিখিত অভিযোগ করা হয়।’
মনিশান্ত মণ্ডল বলেন, ‘অভিযোগ পেয়ে উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল সরেজমিন তদন্তে এসে উভয় পক্ষকে বুধবার সন্ধ্যার থানায় তলব করেন। সমবায় সমিতির লোকজন থানায় হাজির হলেও পবিত্র বিশ্বাস হাজির হননি।
এসব অভিযোগ অস্বীকার করে পবিত্র বিশ্বাস বলেন, ‘নতুন করে আরও পাঁচ বছরের জন্য ৬৩ জন কৃষকের কাছ থেকে ১২০ বিঘা জমি ইজারা নিয়েছি।’
মনিরামপুর থানার এসআই প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মনিরামপুরের বিল কপালিয়ার একটি ঘের দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে কয়েকজনকে মারধর ও বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে ঘেরের মালিকেরা মরা মাছ ভেসে থাকতে দেখেন।
পবিত্র বিশ্বাস নামের প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শুধু মাছ নিধন নয়, ঘেরের পাড় কেটে দেওয়া ও সমবায় সমিতির কয়েকজন সদস্যকে মারধরও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের প্রতিকার চেয়ে সমবায়ের সদস্যরা থানায় অভিযোগ করেছেন শুনে ঘেরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পবিত্রর বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পবিত্র বিশ্বাস।
জানা গেছে, নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের পবিত্র বিশ্বাস ২০১৬ সালে ভবদহের বিল কপালিয়ায় বিভিন্ন কৃষকের কাছ থেকে ১২০ বিঘা জমি ইজারা নিয়ে তিন বছরের জন্য ঘের তৈরি করে মাছ চাষ করে আসছিলেন।
তিন বছরের চুক্তি থাকলেও পবিত্র বিশ্বাস প্রভাব বিস্তার করে জোরপূর্বক আরও প্রায় তিন বছর মাছ চাষ করেন।
জানা গেছে, ইজারার টাকা যথাসময়ে পরিশোধ না করায় কৃষকেরা পবিত্র বিশ্বাসের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে গত পয়লা বৈশাখ বিল কপালিয়ার ১১৫ জন কৃষক তাঁদের জমি সমবায়ভিত্তিক মাছ চাষ শুরু করেন। ইতিমধ্যে ওই ঘেরে প্রায় দুই লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন কৃষকেরা।
পাঁচাকড়ি নমশুদ্রপাড়া ফসল ও মৎস্য চাষ সমবায় সমিতির সভাপতি মশিয়াহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মণ্ডল বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে মৎস্যখামারের বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছিল। কিন্তু এ সময় পবিত্র বিশ্বাস ও তাঁর লোকজন এসে শ্রমিকদের মারধর করে বেড়িবাঁধের তিন স্থান কেটে দিয়ে দখলের চেষ্টা চালান।
এ সময় সমিতির সদস্যসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তাঁরা চলে যান। এ ঘটনায় সমবায় সমিতির পক্ষ থেকে পবিত্র বিশ্বাস, চিত্ত বিশ্বাস, সুভাষ, পরিতোষসহ বেশ কয়েকজনের নাম উল্লেখসহ থানায় লিখিত অভিযোগ করা হয়।’
মনিশান্ত মণ্ডল বলেন, ‘অভিযোগ পেয়ে উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল সরেজমিন তদন্তে এসে উভয় পক্ষকে বুধবার সন্ধ্যার থানায় তলব করেন। সমবায় সমিতির লোকজন থানায় হাজির হলেও পবিত্র বিশ্বাস হাজির হননি।
এসব অভিযোগ অস্বীকার করে পবিত্র বিশ্বাস বলেন, ‘নতুন করে আরও পাঁচ বছরের জন্য ৬৩ জন কৃষকের কাছ থেকে ১২০ বিঘা জমি ইজারা নিয়েছি।’
মনিরামপুর থানার এসআই প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪