Ajker Patrika

বেতন বকেয়া থাকায় পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বেতন বকেয়া থাকায় পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক!

নাটোরের বড়াইগ্রামে চার শতাধিক পরীক্ষার্থীকে বার্ষিক সমাপনী পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বেতন বকেয়া থাকার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবম শ্রেণি ব্যতীত সব পরীক্ষার্থীর খাতা ও প্রশ্ন কেড়ে নিয়ে হল থেকে বের করে দেন। যেসব শিক্ষার্থীর বেতন পরিশোধ আছে তাদেরও পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

নাহিদ উদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার পরীক্ষার রুটিন অনুযায়ী সকাল ১০টায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। এর পর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান পরীক্ষার হলে এসে বেতন পরিশোধ না করার বিষয়টি তুলে রাগান্বিত হয়ে খাতা ও প্রশ্ন কেড়ে নিয়ে  পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেন।

প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের তিনি বলেন, আমাদের তিন শতাধিক শিক্ষার্থী বেতন, পরীক্ষা পরিশোধ করেনি। শেষ পরীক্ষা দিনেও তারা পরিশোধ করেনি। তাই পরীক্ষা একদিন পিছিয়ে রোববার করা হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, অধিকাংশ শিক্ষার্থীর বেতন বকেয়া রয়েছে। তাদের মানসিক চাপের কথা চিন্তা করে পরীক্ষার তারিখ পরিবর্তন করে রোববার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত