Ajker Patrika

বেতন বকেয়া থাকায় পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বেতন বকেয়া থাকায় পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক!

নাটোরের বড়াইগ্রামে চার শতাধিক পরীক্ষার্থীকে বার্ষিক সমাপনী পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বেতন বকেয়া থাকার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবম শ্রেণি ব্যতীত সব পরীক্ষার্থীর খাতা ও প্রশ্ন কেড়ে নিয়ে হল থেকে বের করে দেন। যেসব শিক্ষার্থীর বেতন পরিশোধ আছে তাদেরও পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

নাহিদ উদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার পরীক্ষার রুটিন অনুযায়ী সকাল ১০টায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। এর পর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান পরীক্ষার হলে এসে বেতন পরিশোধ না করার বিষয়টি তুলে রাগান্বিত হয়ে খাতা ও প্রশ্ন কেড়ে নিয়ে  পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেন।

প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের তিনি বলেন, আমাদের তিন শতাধিক শিক্ষার্থী বেতন, পরীক্ষা পরিশোধ করেনি। শেষ পরীক্ষা দিনেও তারা পরিশোধ করেনি। তাই পরীক্ষা একদিন পিছিয়ে রোববার করা হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, অধিকাংশ শিক্ষার্থীর বেতন বকেয়া রয়েছে। তাদের মানসিক চাপের কথা চিন্তা করে পরীক্ষার তারিখ পরিবর্তন করে রোববার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত