সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ই-কমার্সে বিনিয়োগের নামে প্রায় ৬০০ জনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী একজন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে বিকেলে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত স্বাধীন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা ইলিয়াস মৃধা (৩৬) এবং ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা জাহিদুল ইসলাম (৩২)। এ ঘটনায় লুৎফর রহমান নামে আরও একজন পলাতক রয়েছেন।
মামলার বাদী ও ভুক্তভোগী সাজু মিয়া বলেন, ‘একজনের মাধ্যমে তাঁদের ওইখানে কয়েক ধাপে প্রায় সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করি। প্রথমে তাঁরা বলেছিলেন অনলাইনে ওষুধ বিক্রি করেন তাঁরা। তাঁদের একটি ওয়েবসাইট আছে। একটি আইডি নম্বরও খুলে দেন। লাভের একটি অংশ প্রতিদিন সেই আইডিতে জমা হবে। কিন্তু দীর্ঘদিন কোনো টাকাপয়সা জমা হচ্ছে না। টাকা চাইতে গেলে টালবাহানা শুরু করেন তাঁরা।’
সাজু মিয়া আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি, আসলে অনলাইনে কোনো ব্যবসা নেই তাঁদের। সাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছেন তাঁরা। টাকা চাইতে গেলে উল্টো হুমকি দেন। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করি। এখানে প্রায় ৬০০ ব্যক্তি এভাবে প্রতারিত হয়েছেন। একটি আইডির বিপরীতে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। একেক জনের কাছ থেকে ১০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন তাঁরা।’
পুলিশ জানায়, এখন পর্যন্ত ২৪ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। যাঁদের কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এখানে ৬০০ জন বিনিয়োগকারী রয়েছেন। সব মিলিয়ে দেড় থেকে দুই কোটি টাকা সংগ্রহ করেছে চক্রটি।
আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় এ বিষয়ে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার রাতে দুজনকে আটক করি। পরে প্রতারণার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, এই প্রতারক চক্রটি টাকা হাতিয়ে নিতে অনলাইনে ব্যবসার ফাঁদ পাতে। তাঁরা গত দুই বছর আগে প্রতিষ্ঠানটি চালু করেন। নতুন করে ধামরাইয়েও অফিস খোলার পরিকল্পনা ছিল তাঁদের। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তদন্তের পর তা বেরিয়ে আসবে।’
সাভারের আশুলিয়ায় ই-কমার্সে বিনিয়োগের নামে প্রায় ৬০০ জনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী একজন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে বিকেলে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত স্বাধীন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা ইলিয়াস মৃধা (৩৬) এবং ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা জাহিদুল ইসলাম (৩২)। এ ঘটনায় লুৎফর রহমান নামে আরও একজন পলাতক রয়েছেন।
মামলার বাদী ও ভুক্তভোগী সাজু মিয়া বলেন, ‘একজনের মাধ্যমে তাঁদের ওইখানে কয়েক ধাপে প্রায় সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করি। প্রথমে তাঁরা বলেছিলেন অনলাইনে ওষুধ বিক্রি করেন তাঁরা। তাঁদের একটি ওয়েবসাইট আছে। একটি আইডি নম্বরও খুলে দেন। লাভের একটি অংশ প্রতিদিন সেই আইডিতে জমা হবে। কিন্তু দীর্ঘদিন কোনো টাকাপয়সা জমা হচ্ছে না। টাকা চাইতে গেলে টালবাহানা শুরু করেন তাঁরা।’
সাজু মিয়া আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি, আসলে অনলাইনে কোনো ব্যবসা নেই তাঁদের। সাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছেন তাঁরা। টাকা চাইতে গেলে উল্টো হুমকি দেন। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করি। এখানে প্রায় ৬০০ ব্যক্তি এভাবে প্রতারিত হয়েছেন। একটি আইডির বিপরীতে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। একেক জনের কাছ থেকে ১০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন তাঁরা।’
পুলিশ জানায়, এখন পর্যন্ত ২৪ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। যাঁদের কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এখানে ৬০০ জন বিনিয়োগকারী রয়েছেন। সব মিলিয়ে দেড় থেকে দুই কোটি টাকা সংগ্রহ করেছে চক্রটি।
আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় এ বিষয়ে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার রাতে দুজনকে আটক করি। পরে প্রতারণার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, এই প্রতারক চক্রটি টাকা হাতিয়ে নিতে অনলাইনে ব্যবসার ফাঁদ পাতে। তাঁরা গত দুই বছর আগে প্রতিষ্ঠানটি চালু করেন। নতুন করে ধামরাইয়েও অফিস খোলার পরিকল্পনা ছিল তাঁদের। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তদন্তের পর তা বেরিয়ে আসবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫