Ajker Patrika

অনলাইন ব্যবসার নামে কোটি টাকা লোপাট, দুজন গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ০৯: ৫৪
অনলাইন ব্যবসার নামে কোটি টাকা লোপাট, দুজন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ই-কমার্সে বিনিয়োগের নামে প্রায় ৬০০ জনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী একজন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে বিকেলে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত স্বাধীন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা ইলিয়াস মৃধা (৩৬) এবং ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা জাহিদুল ইসলাম (৩২)। এ ঘটনায় লুৎফর রহমান নামে আরও একজন পলাতক রয়েছেন।

মামলার বাদী ও ভুক্তভোগী সাজু মিয়া বলেন, ‘একজনের মাধ্যমে তাঁদের ওইখানে কয়েক ধাপে প্রায় সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করি। প্রথমে তাঁরা বলেছিলেন অনলাইনে ওষুধ বিক্রি করেন তাঁরা। তাঁদের একটি ওয়েবসাইট আছে। একটি আইডি নম্বরও খুলে দেন। লাভের একটি অংশ প্রতিদিন সেই আইডিতে জমা হবে। কিন্তু দীর্ঘদিন কোনো টাকাপয়সা জমা হচ্ছে না। টাকা চাইতে গেলে টালবাহানা শুরু করেন তাঁরা।’

সাজু মিয়া আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি, আসলে অনলাইনে কোনো ব্যবসা নেই তাঁদের। সাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছেন তাঁরা। টাকা চাইতে গেলে উল্টো হুমকি দেন। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করি। এখানে প্রায় ৬০০ ব্যক্তি এভাবে প্রতারিত হয়েছেন। একটি আইডির বিপরীতে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। একেক জনের কাছ থেকে ১০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন তাঁরা।’

পুলিশ জানায়, এখন পর্যন্ত ২৪ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। যাঁদের কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এখানে ৬০০ জন বিনিয়োগকারী রয়েছেন। সব মিলিয়ে দেড় থেকে দুই কোটি টাকা সংগ্রহ করেছে চক্রটি।

আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় এ বিষয়ে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার রাতে দুজনকে আটক করি। পরে প্রতারণার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, এই প্রতারক চক্রটি টাকা হাতিয়ে নিতে অনলাইনে ব্যবসার ফাঁদ পাতে। তাঁরা গত দুই বছর আগে প্রতিষ্ঠানটি চালু করেন। নতুন করে ধামরাইয়েও অফিস খোলার পরিকল্পনা ছিল তাঁদের। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তদন্তের পর তা বেরিয়ে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত