Ajker Patrika

মুক্ত আকাশে ডানা মেলল সুস্থ হয়ে ওঠা ১৯ শকুন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ৪৫
Thumbnail image

দিনাজপুরের বীরগঞ্জে চিকিৎসা সেবা শেষে অবমুক্ত করা হয়েছে ১৯টি শকুন। উপজেলার সিংড়া শালবন জাতীয় উদ্যানে দেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গতকাল শনিবার শকুনগুলো অবমুক্ত করা হয়।

বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে শকুন অবমুক্ত উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।

শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রের মুখ্য গবেষক সারওয়ার আলম দিপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত ২০২১ সালের নভেম্বর মাসের শুরুতে দেশের বিভিন্ন প্রান্তে আটক হওয়া বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির শকুন উদ্ধার করে নিয়ে আসা হয় এই পরিচর্যা কেন্দ্রে। এখানে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার পর শকুন ছেড়ে দেওয়া হয় প্রকৃতির মুক্ত হাওয়ায়। ২৬টি শকুন উদ্ধার করা হলেও সাতটি ২/৪ দিন পরেই ছেড়ে দেওয়া হয়। পাঁচ মাসের চিকিৎসায় সুস্থ হওয়া ১৯টি শকুন গতকাল অবমুক্ত করা হলো।’

বন্যপ্রাণী সংরক্ষক মোল্লা রেজাউল করিম জানান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) প্রকল্পের আওতায় বীরগঞ্জের শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রটি উত্তর বঙ্গে প্রথম। ২০১৬ সালে প্রকল্পটির যাত্রা শুরু হয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রচণ্ড শীতের কারণে হিমালয় থেকে আসা দেশের আটটি জেলায় আটক হওয়া শকুন উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষার পর আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। শকুনের বংশ বিস্তার ও অস্তিত্ব রক্ষায় প্রকল্পটি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত