Ajker Patrika

‘পর্যটকদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
‘পর্যটকদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর’

পাহাড়ে শুরু হয়েছে পর্যটন মৌসুম। ইতিমধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে টানা ৩ দিনের ছুটিতে পাহাড়ে এসেছে লাখের ও বেশি পর্যটক। এসব পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ভাগে ভাগ হয়ে করছে কাজ করছে টুরিস্ট পুলিশ।

এ সব বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন ইনচার্জ মো. আমিনুল হক বলেন, সরকার পর্যটনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আলাদাভাবে ট্যুরিস্ট পুলিশ বিভাগ চালু করেছে। বান্দরবান পর্যটনের অপার সম্ভাবনাময় অঞ্চল। বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা দিতে বদ্ধপরিকর ট্যুরিস্ট পুলিশ।

বান্দরবানের পর্যটন বিষয়ে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, ট্যুরিস্ট পুলিশ সদস্যরা পর্যটন কেন্দ্রগুলোতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পর্যটকেরা ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে সেবা পেয়ে মুগ্ধ হয়েছে ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, বিশেষ প্রশিক্ষণ দিয়ে পর্যটন এলাকাগুলোতে দায়িত্ব পালন করতে পাঠানো হয়। সাধারণত পুলিশের কাছে অস্ত্র থাকলেও ট্যুরিস্ট পুলিশের কাছে অস্ত্র থাকে না। তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে পর্যটন এলাকাগুলোতে দায়িত্ব পালন করে এবং পর্যটকদের নিরাপত্তা ও বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকে।

আমিনুল হক জানান, ট্যুরিস্ট পুলিশের বান্দরবান আঞ্চলিক (রিজিওনাল) কার্যালয় রয়েছে বান্দরবানে। এর প্রধান পুলিশ সুপার পদ মর্যাদার। এ ছাড়া বান্দরবানে বর্তমানে বান্দরবান সদরে একটি জোন ও থানচি উপজেলায় একটি সাব জোন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত